• শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৩:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি’র কেন্দ্রীয় নেতার পুজা মন্ডপ পরিদর্শন/দৈনিক ক্রাইম বাংলা।। বৈরী আবহাওয়ার মাঝেও কুয়াকাটায় পর্যটকদের বাঁধভাঙা উল্লাস/দৈনিক ক্রাইম বাংলা।। সৌদি আরবের বিখ্যাত ‘খেপসা’ খাওয়ালেন বিএনপির নেতা ইন্জিনিয়ার ফারুক/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে সেই আলোচিত হত্যা মামলার পলাতক আসামি গোবিন্দ ঘরামি গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।। সক্রিয় হয়ে উঠেছে জাল নোট চক্রের সদস্যরা, মিলছে না প্রতিকার/দৈনিক ক্রাইম বাংলা।। বোরহান উদ্দিন পৌর ছাত্রদলের উদ্যোগে আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের নির্দেশে উপহার বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।। নারীদের অংশগ্রহণ ছাড়া রাষ্ট্র কখনোই এগুতে পারবেনা …. তানিয়া রব/দৈনিক ক্রাইম বাংলা।। দাউদকান্দিতে কাইয়ুম মেম্বারের বিরুদ্ধে ভাতা বাণিজ্যের অভিযোগ,,,,দৈনিক ক্রাইম বাংলা জয় দিয়ে আফগানিস্তান সিরিজ শুরু করতে চায় টাইগাররা,,,,দৈনিক ক্রাইম বাংলা নতুন সিরিজে নিয়ে আসছেন টিম রবিনসন,,,,দৈনিক ক্রাইম বাংলা

কালকিনিতে ১৪৪ ধারা ভঙ্গ করে দোকানঘর নির্মানের চেষ্টার অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোঃ রাজু আহম্মেদ। / ১৫৬ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩

মোঃ রাজু আহম্মেদ।।

মাদারীপুরের কালকিনিতে আদালতের ১৪৪ ধারা ভঙ্গ করে মো. কামরুজ্জামান নানা ওরফে কামরুল হাসান-(৫৫) নামে একজন অসহায় কৃষকের বাজারের জমি দখল করে দোকানঘর নির্মানের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে উপজেলা যুবলীগের সভাপতি মো. মনিরুজ্জামানের বিরুদ্ধে।

এ বিষয়টি নিয়ে ওই এলাকায় উভয় পক্ষের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। তবে থানা পুলিশ উভয় পক্ষকে শৃঙ্খলা বজায় রাখা এবং দোকানঘর নির্মান কাজ বন্ধ করার জন্য নির্দেশ প্রদান করেন। এদিকে অসহায় পরিবারের জমি দখল করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাধারন জনগন। আজ মঙ্গলবার সকালে পৌর এলাকার থানার মোড় মাছ বাজারে এ ঘটনা ঘটে।

মামলা ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানাগেছে, পৌর এলাকার পাঙ্গাশিয়া গ্রামের আঃ মজিদ মিয়ার ছেলে অসহায় কৃষক মো. কামরুজ্জামান নানা ওরফে কামরুল হাসানের ৮৩নং চর ঠেঙ্গামারা মৌজায় বি.আর.এস ১১৯নং খতিয়ানে ১৮নং দাগে ২৭ শতাংশ থানার মোড় মাছ বাজারে জমি রয়েছে। ওই জমির কিছু অংশ দখল করে উপজেলা যুবলীগের সভাপতি মো. মনিরুজ্জামান হাওলাদার দোকানঘর নির্মান কাজ শুরু করেন। এতে একাধিকবার বাধা প্রদান করা হলেও ওই প্রভাবশালী কোন কর্নপাত না করে ঘরের নির্মান কাজ চালিয়ে যান। কোন উপায়ন্ত না পেয়ে কামরুজ্জামান নানা ওরফে কামরুল হাসান বাদী হয়ে মাদারীপুর আদালতে একটি ১৪৪ধারায় একটি মামলা দায়ের করেন। এর সুত্র মতে আদালত কাউকে ওই জমিতে দখলে না যাওয়ার নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু আদালতের এ নিষেধাজ্ঞাকে অমান্য করে যুবলীগ নেতা ওই জমিতে দোকানঘর নির্মানের কাজ চালিয়ে আসছেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শৃঙ্খলা বজায় রাখা এবং দোকানঘর নির্মান কাজ বন্ধ করার জন্য নির্দেশ প্রদান করেন।

ভুক্তভোগী মো. কামরুজ্জামান নানা ওরফে কামরুল হাসান বলেন, আমার বাজারের জমি দখল করে জোরপূর্বক পাকা দোকানঘর নির্মান করছে উপজেলা যুবলীগের সভাপতি মো. মনিরুজ্জামান হাওলাদার। তাই আমি তার বিরুদ্ধে আদালতে মামলা করছি।

ভুক্তভোগী কামরুল হাসানের বড় ভাই হান্নান হাওলাদার বলেন মনির হাওলাদার যুবলীগ নেতা হওয়ার সুবাদে এর আগেও কালকিনি মাছ বাজারে অবৈধ ভাবে ভবন নির্মাণ করার অভিযোগ আছে তার বিরুদ্ধে সে একজন দখলদার ভুমিদস্যু
তার এই অত্যাচারের হাত থেকে আমরা মুক্তি চাই।

অভিযুক্ত যুবলীগের সভাপতি মো. মনিরুজ্জামান হাওলাদার বলেন, বাজারের ওই জায়গায় কামরুজ্জামান নানা ওরফে কামরুল হাসানের কিছু অংশ ও সরকারি জমি রয়েছে।
নাম প্রকাশে অনিশ্চুক বেশ কয়েকজন স্থানীয় জনগন বলেন, অসহায় কৃষকের জমি দখল করাটা আসোলে অন্যায়।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. নাজমুল হাসান বলেন, আদালতের নির্দেশ অনুযায়ি ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শৃঙ্খলা বজায় রাখা এবং দোকানঘর নির্মান কাজ বন্ধ করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ