মনির হাওলাদার।।
কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ২৯ জেলেসহ এফবি জুবায়ের ও এফবি মুনিয়া নামের দুটি মাছধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এঘটনায় রবিউল (২৯) নামের এক জেলে নিখোজ রয়েছে। শুক্রবার দুপুরে কুয়াকাটা থেকে ২০ কিলোমিটার গভীর সাগরের পৃথক স্থানে এ ঘটনা ঘটে। নিখোজ রবিউলের বাড়ি রাঙ্গাবালীর উপজেলার মৌডুবী ইউনিয়নের রফিক মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মহিপুর মৎস্য আড়ৎ সমবায় সমিতির সাধারন সম্পাদক রাজা মিয়া।
তিনি জানান, দুপুরে আকস্মিক ঝড়ের কবলে পড়ে ট্রলারটি দুটি ডুবে যায়। এসময় পাশ্ববর্তী দুটি ট্রলার ২৮ জেলেকে উদ্ধার করলেও ইঞ্জিন রুমে থাকায় নিখোজ হয় রবিউল। উদ্ধারকৃত জেলেদের বাড়ি রাঙ্গাবালী উপজেলার বিভিন্ন গ্রামে। আগামীকাল ট্রলার দুটি উদ্ধারে অভিযান শুরু করা হবে।