• বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৪:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুর্নীতিবাজদের সময় শেষ, গড়বো সোনার বাংলাদেশ/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত/দৈনিক ক্রাইম বাংলা।। কুয়াকাটায় প্রায় ৫ কোটি টাকার সৈকত সড়ক সমুদ্র গর্ভে বিলীন, দুর্নীতি দমন কমিশনের তদন্ত শুরু/দৈনিক ক্রাইম বাংলা।। শ্রীহীন হয়ে পড়েছে কুয়াকাটা।সমুদ্রে বিলীন হচ্ছে দৃষ্টিনন্দন ও দর্শনীয় স্থান গুলো/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় কেঁচো সার উৎপাদন বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। ভোলার লালমোহনে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অন্তর্ভুক্তির দাবিতে সংবাদ সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।। কুয়াকাটায় কর্মরত সাংবাদিকদের মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংল।। কলাপাড়ায় দুই কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক/দৈনিক ক্রাইম বাংলা।। কলাগাছের ভেলায় ভেসে বানভাসী মানুষের ব্যতিক্রমী সংবাদ সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।। সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।।

তারেক-জোবাইদার রায়: নওগাঁ জেলায় বিএনপির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ/দৈনিক ক্রাইম বাংলা।।

মোসাঃ সাদিয়া আক্তার, (নওগাঁ) থেকে।। / ৩১২ পঠিত
আপডেট: শনিবার, ৫ আগস্ট, ২০২৩


মোসাঃ সাদিয়া আক্তার।।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম‍্যান জনাব তারেক রহমান ও তাঁর সহধর্মিনী ডাঃ জুবাইদা রহমানের ফরমায়েশী রায়ের বিরুদ্ধে নওগাঁ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৪ঠা আগষ্ট) বিকাল ৪ ঘটিকায় কেডির মোড় দলীয় কার্য‍্যালয়ের সামনে জেলা বিএনপির সদস‍্য সচিব বায়েজিদ হোসেন পলাশ এর সঞ্চালনায় ও জেলা বিএনপির আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম‍্যান আবু বক্কর সিদ্দীক নান্নু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা লেঃ কর্ণেল (অবঃ) আঃ লতিফ খান।
এই সময় তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাঃ জুবাইদা রহমানের বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছে তা একটি ফরমায়েশি রায়। জুবাইদা রহমান রাজনীতি না করেও রাজনৈতিক প্রতিহিংসার শিকার। এ রায় শেখ হাসিনার রায়, তার নির্দেশে এ রায় দেওয়া হয়েছে। আমরা উক্ত রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে এ মিথ্যা মামলা ও সাজা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
এই সময় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক আহবায়ক মাষ্টার হাফিজুর রহমান হাফিজ,মান্দা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম‍্যান ডাঃ ইকরামুল বারী টিপু, বিএনপি নেতা সারোয়ার কামাল চঞ্চল,মিজানুর রহমান মিজান,আমিনুর রহমান বিল্টু।
এই সময় বক্তারা বলেন এই রায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং এটি প্রহসনের রায়। দেশের জনগণ এই রায় প্রত্যাখ্যান করেছে। এ রায়ের মাধ্যমে অগণতান্ত্রিক ফ্যাসিস্ট সরকারের ফরমায়েশি রায়ের আরও একটি নজির স্থাপন হলো। তারেক রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে এই ষড়যন্ত্রমূলক মামলা এবং দন্ড প্রদানের মাধ্যমে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপকৌশল করা হয়েছে। সরকারের ইশারাতেই এ রায় হয়েছে।

এই সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সমবায় বিষয়ক সম্পাদক নওগাঁর পৌর মেয়র নাজমুল হক সনি,জেলা বিএনপির সাবেক সাঃ সম্পাদক জনতার এমপি জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আলহাজ্ব মামুনুর রহমান রিপন,শহিদুল ইসলাম টুকু, আমিনুল ইসলাম বেলাল,শেখ রেজাউল ইসলাম রেজু,শফিউল আযম রানা প্রমুখ সহ সকল অঙ্গ সহযোগী সংগঠণের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ