লালমোহনে ক্রয়কৃত জমি থেকে জোরপূর্বক উচ্ছেদের পায়তারা।
রিপোর্টার:
/ ৫৫৪
পঠিত
আপডেট:
রবিবার, ২৮ জুন, ২০২০
শেয়ার:
লালমোহন প্রতিনিধি : লালমোহনে ক্রয়কৃত জমি জমি থেকে জমির মালিককে চক্রান্ত করে জোরপূর্বক উচ্ছেদ করার পায়তারা দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার চরভুতা ইউনিয়নের রহিমপুর গ্রামে ১নং ওয়ার্ডে আরজু খনকার বাড়িতে ২৪ জুন বুধবার সকাল অনুমান দশটার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, রহিমপুর গ্রামের আরজু খনকার থেকে ঘরবাড়িসহ ৩৬ শতাংশ জমি কিনে একই গ্রামের মৃত আঃ ওহিদের ছেলে লিটন। উক্ত জমি খরিদের পর চার মাস আগে লিটনকে দখল বুঝিয়ে দেয়। সেই সুবাদে উক্ত বাড়িতে লিটনের স্ত্রী রুমা বেগম লিটনের মাকে সঙ্গে নিয়ে বসবাস করতে থাকে। ঘটনার দিন আরজু খনকারের মেয়ে আকলিমা, কারিমা, জেসমিন, জুলেখা ও মেয়েদের জামাই ইলিয়াস, মনজু, আরজু খনকারের ভাই ফারুক ও সোনা মিয়াসহ আরো কয়েকজন মিলে ষড়যন্ত্র করে জোরপূর্বক লিটনের স্ত্রী ও লিটনের মাকে ওই বাড়ি থেকে তাড়িয়ে দেয় এবং ঘরবাড়ি তারা দখল করে রাখে। লিটনের স্ত্রী জানান, ঘরে আমাদের ৮০মন ধান, ৬শত হাঁস, ছয় আনা ওজনের স্বর্ণের চেইন ও ২০হাজার টাকা ছিল। ঘর থেকে আমাদের মারপিট করে বের করার সময় এসবের কিছুই আনতে দেয়নি। আমরা এ ঘটনার ন্যায় বিচার দাবী করি।
প্রধান উপদেষ্টা মোঃ নাজমুল হক তালুকদার
উপদেষ্টা: এস এম মনিরুজ্জামান
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান
নির্বাহী সম্পাদক : এম. নজরুল ইসলাম
মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১
সার্বিক যোগাযোগ: ০১৮৬৭-২৪৩৩৯৬
ই-মেইলঃ dailycrimebangla@gmail.com
যোগাযোগঃ ২১৭/এ,নূর মঞ্জিল ফকিরাপুল মতিঝিল, ঢাকা,১০০০