• বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৪:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুর্নীতিবাজদের সময় শেষ, গড়বো সোনার বাংলাদেশ/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত/দৈনিক ক্রাইম বাংলা।। কুয়াকাটায় প্রায় ৫ কোটি টাকার সৈকত সড়ক সমুদ্র গর্ভে বিলীন, দুর্নীতি দমন কমিশনের তদন্ত শুরু/দৈনিক ক্রাইম বাংলা।। শ্রীহীন হয়ে পড়েছে কুয়াকাটা।সমুদ্রে বিলীন হচ্ছে দৃষ্টিনন্দন ও দর্শনীয় স্থান গুলো/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় কেঁচো সার উৎপাদন বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। ভোলার লালমোহনে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অন্তর্ভুক্তির দাবিতে সংবাদ সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।। কুয়াকাটায় কর্মরত সাংবাদিকদের মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংল।। কলাপাড়ায় দুই কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক/দৈনিক ক্রাইম বাংলা।। কলাগাছের ভেলায় ভেসে বানভাসী মানুষের ব্যতিক্রমী সংবাদ সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।। সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।।

নওগাঁর মান্দায় ভয়াবহ আগুনে ভষ্মীভূত জিরুর ঘরবাড়ি/দৈনিক ক্রাইম বাংলা।।

মোঃ আল মামুন।। / ৫০৩ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩


মোঃ আল মামুন।।

২২আগষ্ট (মঙ্গলবার) মান্দা উপজেলার ০৯নং তেতুঁলিয়া ইউনিয়নের পিড়াকৈর গ্রামের অসহায় ভ‍্যান চালক সুরুত আলী ওরুফে জিয়াউর রহমান জিরুর ঘরবাড়ী ও মালামাল আগুনে ভষ্মীভূত হয়ে গেছে। এলাবাসী সুত্রে জানাযায় সকাল আনুমানিক আট ঘটিকার দিকে জিরুর বাড়ির চালার বিভিন্ন জায়গা দিয়ে আগুনের শিখা বের হতে থাকে। আশে পাশের লোকজন দৌঁড়ে এসে আগুন নিভানোর জন‍্য পানি ঢালতে থাকলে আগুনের তাপতাহ আরো বেড়ে যায়। এতে প্রাণের ভয়ে অনেকেই পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিস ষ্টেশনে খবর দিলে দমকল বাহিনীর লোকজন ঘটনা স্থলে পৌঁছার পূর্বেই নিমিষের মধ‍্যেই তার তিনকক্ষ বিশিষ্ট টিনের ছাউনী,ঘরের আসবাবপত্র,সংরক্ষিত ধান,ধান মাড়াই মেশিন, বাড়ির দলিলসহ মূল‍্যবান কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। জানা যায় বিদ‍্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয় এবং ক্ষয়ক্ষতির পরিমান প্রায় পাঁচ লক্ষাধিক টাকার অধিক বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। অসহায় এই লোকটির চাষবাসের নিজস্ব কোন জমিজমা নাই। উপার্জনের একমাত্র অবলম্বন একটি মাত্র ভ‍্যানগাড়ি যা কয়েকদিন পূর্বেই সাবাইহাট হতে হারিয়ে গেছে। সংসারে স্ত্রী ছাড়াও তিনটি কন্যা সন্তান আছে। ছোট মেয়েটি স্কুলে পড়াশুনা করে। খবর পাওয়া মাত্রই মান্দা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম‍্যান ডাঃ ইকরামুল বারী টিপু দলীয় নেতাকর্মীসহ ঘটনাস্থলে ছুটে জান। পরিবার ও এলাকার লোকজনের সাথে কথাবার্তা বলে শান্তনা দেন। তিনি মাননীয় সংসদ সদস‍্য, ইউপি চেয়ারম‍্যান, এলাকার লোকজন ও বিত্তবানদের অসহায় এই পরিবারটির পাশে দাড়ানোর উদাত্ত আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ