আঃ মতিন,নওগাঁ।।
আগামী ১৭ সেপ্টেম্বর (রবিবার) ভোটের অধিকার প্রতিষ্ঠার দাবীতে রাজশাহী বিভাগীয় তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হবে।সকাল ১০ঘটিকায় বগুড়া হতে শুরু হয়ে সান্তাহার, নওগাঁ,নওহাটা,মান্দা ফেরীঘাট,মোহনপুর হয়ে রাজশাহী গিয়ে এ সমাবেশ শেষ হবে।পথিমধ্যে মান্দা ফেরীঘাটে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হবে।এতে প্রধাণ অতিথি হিসাবে বক্তব্য রাখবেন বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তারুণ্যের এই রোডমার্চ কর্মসূচী সফল করতে গতকাল ১৪সেপ্টেম্বর (বৃহস্পতিবার) যুবদল,ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মিদের নিয়ে ডাঃ ইকরামুল বারী টিপু সকালে প্রসাদপুর বাজার, ফেরীঘাটসহ বিভিন্ন মোড় ও বাজারে গণসংযোগ করেন।বিকেলে ঐতিহাসিক কুশুম্বা ইউনিয়নের বিভিন্ন বাজারও মোড়ে গণসংযোগ শেষে হাজিগোবিন্দপুর মোড়ে এক সমাবেশে প্রধাণ বক্তা হিসাবে বক্তৃতা করেন।সভাপতিত্ব করেন স্হানীয় বিএনপি নেতা আক্কাছ আলী মন্ডল।প্রধাণ অতিথি হিসাবে আসন গ্রহণ করেন স্হানীয় বিএনপি নেতা তোফাজ্জল হোসেন ও মঈনুল ইসলাম।বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন যুবদল নেতা ও সাংবাদিক আল মামুন,মান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক শামীম হোসেন ও তালহা জোবায়ের,নওগাঁ জেলা ছাত্রদলের সহ-সভাপতি আঃ হালিম দুলাল সহ স্হানীয় নেতৃবৃন্দ।ডাঃ টিপু বলেন ২০১৮সালে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার দিনের ভোট রাতে করে মানুষের বিশেষ করে তরুণদের ভোটাধিকার কেড়ে নিয়েছে।তাই তরুণদের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলন রোডমার্চ কর্মসূচীতে সকল ভেদাভেদ ভুলে অংশগ্রহণ করতঃ মান্দার চৌদ্দটি ইউনিয়ন হতে সাধারণ মানুষদেরকে সম্পৃক্ত করার উদাত্ত আহবান জানিয়েছেন। সন্ধ্যায় তিনি মান্দার সাবেক এমপি মরহুম সামসুল আলম প্রামানিকের বন্ধু সড়ক দূর্ঘটনার শিকার নূরুল ইসলাম চৌধুরী (বুলু)কে দেখতে তাঁর বাসায় যান।