• শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৭:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি’র কেন্দ্রীয় নেতার পুজা মন্ডপ পরিদর্শন/দৈনিক ক্রাইম বাংলা।। বৈরী আবহাওয়ার মাঝেও কুয়াকাটায় পর্যটকদের বাঁধভাঙা উল্লাস/দৈনিক ক্রাইম বাংলা।। সৌদি আরবের বিখ্যাত ‘খেপসা’ খাওয়ালেন বিএনপির নেতা ইন্জিনিয়ার ফারুক/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে সেই আলোচিত হত্যা মামলার পলাতক আসামি গোবিন্দ ঘরামি গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।। সক্রিয় হয়ে উঠেছে জাল নোট চক্রের সদস্যরা, মিলছে না প্রতিকার/দৈনিক ক্রাইম বাংলা।। বোরহান উদ্দিন পৌর ছাত্রদলের উদ্যোগে আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের নির্দেশে উপহার বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।। নারীদের অংশগ্রহণ ছাড়া রাষ্ট্র কখনোই এগুতে পারবেনা …. তানিয়া রব/দৈনিক ক্রাইম বাংলা।। দাউদকান্দিতে কাইয়ুম মেম্বারের বিরুদ্ধে ভাতা বাণিজ্যের অভিযোগ,,,,দৈনিক ক্রাইম বাংলা জয় দিয়ে আফগানিস্তান সিরিজ শুরু করতে চায় টাইগাররা,,,,দৈনিক ক্রাইম বাংলা নতুন সিরিজে নিয়ে আসছেন টিম রবিনসন,,,,দৈনিক ক্রাইম বাংলা

কক্সবাজারে জীবাশ্ম জ্বালানিমুক্ত জলবায়ু ন্যায্যতার দাবীতে আলোচনা সভা ও মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন,কক্সবাজার থেকে। / ১৬৮ পঠিত
আপডেট: শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
Exif_JPEG_420

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।। 
জীবাশ্ম জ্বালানিমুক্ত জলবায়ু ন্যায্যতার দাবীতে কক্সবাজারের বাঁকখালী নদীর তীরে।
শুক্রবার ১৫ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪ টার দিকে এক আলোচন সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মানববন্ধন ও আলোচনা সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন গ্রীন কক্সবাজার ওয়াটারকিপার্স বাংলাদেশ ও কক্সবাজার জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি এইচ এম ফরিদুল শাহীন।
কক্সবাজারস্হ আইডিয়াল স্কুল এন্ড কলেজের পরিচালনা কমিটির সভাপতি জনাব দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন ওয়াটারকিপার্স বাংলাদেশ’ কক্সবাজার জেলার প্রধান সমম্বয়ক জনাব বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী আলোচনা সভায় বক্তব্য রাখেন, আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জনাব মিজানুর রহমান, বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান  জনাব তোফায়েল আহমেদ, কক্সবাজার জেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও সিএনএন বাংলার সম্পাদক জনাব তৌহিদ বেলাল, অর্থ সম্পাদক জনাব জাহেদ হোসেন,যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিন উল্লাহ আমিন,দপ্তর সম্পাদক মো হাসান,পরিবেশ কর্মী জসিমউদদীন ছিদ্দিকী,শাকের বিন ফয়েজ, গ্রীন কক্সবাজারের সচিব ফায়সাল সাকিব,সাংবাদিক মিজানুর রহমান, দোলন ধর, উম্মে আলেয়া মুক্তা, উম্মে হাবিবা শিরু,আব্দুল্লাহ ছিদ্দিকী ফাহিম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় অর্থায়ন নিশ্চিত করন জলবায়ু জ্বালানি সংকট মোকাবেলায় গ্যাসও এলএনজি ব্যাবহার বাড়ানো কোন সমাধান নয়,বরং সবুজায়ন – বনায়নযোগ্য জ্বালানিই ভ্যবিষ্যত। তাই গ্যাস ও এলএনজিতে অর্থায়ন বন্ধ করতে হবে।কয়লাসহ জীবাশ্ম জ্বালানি বন্ধের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি ব্যাবহার বাড়াতে হবে।প্রধান অতিথি ফজলুল কাদের চৌধুরী বলেন, জলবায়ু পরিবর্তনের কারনে ভয়াবহ দূর্যোগের ঝুঁকিতে রয়েছে কক্সবাজারসহ সমগ্র উপকূলীয় অঞ্চল।এ অঞ্চলের জীবন জীবিকা, সম্পদ,খাদ্য পানি ব্যাবস্হাসহ অন্যান্য ক্ষেত্রে নানামুখী সংকট দেখা দিচ্ছে। অথচ সংকট মোকাবেলায় কার্যকর উদ্যেগ নেই। বরং জাতীয় বাজেটে বরাদ্দের ক্ষেত্রে উপকুলীয় জনগন সবসময় বৈশম্যের শিকার। বরাদ্দের অভাবে সেখান টেকসই বেড়ীবাঁধ নির্মানও সূপেয় পানি সরবরাহে সরকারের নেওয়া প্রকল্পগুলো আটকে আছে এই অবস্হায় এই অঞ্চলের প্রানপ্রকৃতি রক্ষাও দূর্যোগের ঝুঁকি মোকাবেলায় জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ দিতে হবে উক্ত অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, কক্সবাজার  নদীব্রাজক দলের সভাপতিও পরিবেশকর্মী জনাব শামশুল আলম শ্রাবন। উক্ত কর্মসূচিতে কক্সবাজারের বিভিন্ন পরিবেশকর্মী সাংবাদিক, সূশীল সমাজের প্রতিনিধি,শিক্ষক, জনপ্রতিনিধি ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বাংলাবাজার আইডিয়াল ইনস্টিটিউটের তিন শতাধিক শিক্ষক-শিক্ষার্থী  অংশ গ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ