• শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৮:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আমরা কলাপাড়াবাসী সংগঠনের দক্ষতা বৃদ্ধিতে কর্মশালা,,,,,দৈনিক ক্রাইম বাংলা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকের নিন্দায় বাংলাদেশ,,,,দৈনিক ক্রাইম বাংলা গৃহকর্মে নিয়োজিত শিশুরা : নীতিমালার কাগজে অধিকার, বাস্তবে বন্দী শৈশব,,,,,দৈনিক ক্রাইম বাংলা ভোলার নদী গুলোর মৎস্য অভয়ারণ্যে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা,,,,দৈনিক ক্রাইম বাংলা গাজায় আবারও পাঠানো হচ্ছে ত্রাণবাহী নৌযান: ঘোষণা ফ্লোটিলার,,, দৈনিক ক্রাইম বাংলা আ. লীগের শাসনামলে সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে দেয়া হয়: অ্যাটর্নি জেনারেল,,,,দৈনিক ক্রাইম বাংলা কলাপাড়ায় বিএনপি’র কেন্দ্রীয় নেতার পুজা মন্ডপ পরিদর্শন/দৈনিক ক্রাইম বাংলা।। বৈরী আবহাওয়ার মাঝেও কুয়াকাটায় পর্যটকদের বাঁধভাঙা উল্লাস/দৈনিক ক্রাইম বাংলা।। সৌদি আরবের বিখ্যাত ‘খেপসা’ খাওয়ালেন বিএনপির নেতা ইন্জিনিয়ার ফারুক/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে সেই আলোচিত হত্যা মামলার পলাতক আসামি গোবিন্দ ঘরামি গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।।

বাউফলে ভাই-ছেলের অত্যাচারে অতিষ্ট হয়ে বাপ-মেয়ের সাংবাদিক সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।। 

এম জাফরান হারুন।। / ১৩৫ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩

এম জাফরান হারুন,পটুয়াখালী জেলা প্রতিনিধি।। 

পটুয়াখালীর বাউফল উপজেলার পৌরশহরে আপন ভাই মোসলেম উদ্দিন আকন, ছেলে মোঃ রিয়াজ হোসেন, মোঃ নাজমুল হোসেন সহ পরিবারের অত্যাচারে অতিষ্ট হয়ে আপন বড় ভাই বীরমুক্তিযোদ্ধা মোঃ বাসেদ আকন, মেয়ে মোসাঃ বদরুননাহার সাংবাদিক সম্মেলন করেছেন।

বৃহস্পতিবার (২১ শে সেপ্টেম্বর) দুপুরের দিকে পৌরশহরের ৯নং ওয়ার্ড উপজেলা পরিষদ গেট সংলগ্ন নিজ বাসভবনে বসে এ সাংবাদিক সম্মেলন করেন।

সাংবাদিক সম্মেলনে বাপ-মেয়ে মৌখিক ভাবে অভিযোগ করে বলেন, ভোগদখলে রাখা আমরা আমাদের অংশের সম্পত্তিতে দুইতলা বিল্ডিং ঘর নির্মাণ করে তাহার নিচতলা ও দোতলা একটি ক্লিনিকের জন্য ভাড়া দেই। ক্লিনিক মালিক ডেকারেশন শুরু করে এবং আমরা ৩য় তলার কলামের কাজ শুরু করি। এমতাবস্থায় মোসলেম আকন সহ ছেলেরা মিলে আমাদের কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। সেই টাকা দিতে রাজি না হওয়ায় আমাদের মারপিট সহ খুনজখমের হুমকি দেয়। এবং আমাদের বিল্ডিং ঘরের পূর্ব পাশে ওয়ালের সাথে থাকা পানি নিস্কাশনের পাইপ লোহার রড দিয়ে পিটিয়ে ভেঙে ফেলে। এব্যাপারে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ কে জানিয়ে পৌর মেয়র কে জানালে আপোষ মিমাংসা করে দেয় এবং ঘর করার জন্য বলে।

সেই অনুযায়ী গত ০৮/০৯/২০২৩ ইং তারিখ বিকেল ৪টার দিকে ওই বাপ-ছেলে সহ তাদের পরিবার মিলে আমাদের ঘরে প্রবেশ করে কাজ করতে থাকা মিস্তিরিদের হুমকি ধামকি দিয়ে তারিয়ে দেয় এবং পুনরায় চাঁদা দাবি করে। পরে উপায়ান্ত না পেয়ে বাউফল থানায় গিয়ে অভিযোগ দেই। কিন্তু তারা স্থানীয় শালিস মীমাংসা না মেনে এখন আইনকে তোয়াক্কা না করে আমাদের বিরুদ্ধে সহ ওসির বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন সহ বিভিন্ন ষড়যন্ত্র করে আসছে। তাদের অত্যাচারে আমরা অতিষ্ট তাই আমরা এখন আমাদের বিল্ডিংয়ের কাজ সহ পানি নিষ্কাশন ও তাদের বিচার দাবি করছি।

এব্যাপারে জানতে মোসলেম উদ্দিন আকনের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করে কথা না বলায় কোনও বক্তব্য পাওয়া যায়নি। তবে তার ছেলে নাজমুল আকন বলেন, ওসি স্যার আমাদের ডাকলে আমরা থানায় গিয়েছি এবং যে সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ত আমরা মেনে নেব।

এবিষয়ে বাউফল থানার ওসি এটিএম আরিচুল হক বলেন, আইনশৃঙ্খলার অবনতি যাতে না হয় সেজন্য উভয় পক্ষকে ডেকে বলেছি আপনারা স্থানীয় ভাবে শালিস মীমাংসা হয়ে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ