এম জাফরান হারুন, পটুয়াখালী জেলা প্রতিনিধি।।
সেই আলোচিত মুজিব শতবর্ষে আশ্রয়ন-২ প্রকল্পে দূস্থদের জন্য ঘর সহ ২ শতাংশ খাস জমি বন্দোবস্তের আড়ালে ৪২ জন প্রভাবশালী বিত্তবানের নামে ২৫ কোটি টাকা মুল্যের ৭২ একর খাস জমি বন্দোবস্ত কান্ডের মামলায় অভিযুক্ত সাবেক কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, ভূমি অফিসের সার্ভেয়ার হুমায়ুন কবির, সাবরেজিস্ট্রার রেহেনা পারভিন সহ সাবরেজিস্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারীদের জিজ্ঞাসাবাদ শেষ করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মামলার তদন্তকারী কর্মকর্তা দুদক সম্বন্বিত জেলা কার্যালয় পটুয়াখালীর উপ-পরিচালক মামুনুর রশীদ চৌধুরী ও উপ-সহকারী পরিচালক আব্দুল লতিফ হাওলাদার এ জিজ্ঞাসাবাদ শেষ করেন।
৩রা ও ৪ঠা মার্চ ৪২ জন প্রভাবশালী খাস জমি দলিল গ্রহিতাদের সম্বন্বিত জেলা কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষ করার কথা রয়েছে। এরপরই অভিযুক্তদের প্রকাশ্য আদালতে বিচারের জন্য শীঘ্রই আদালতে অভিযোগ পত্র দাখিল করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এর আগে সম্বন্বিত জেলা কার্যালয় পটুয়াখালীর সহকারী পরিচালক মোঃ জাবেদ হাবিব বাদী হয়ে সার্ভেয়ার হুমায়ুন কবির কে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আসামিদের নামে গত বছরের ১৬ আগষ্ট বিকেলে দুর্নীতি দমন কমিশন (দুদক) সম্বন্বিত জেলা কার্যালয়ে মামলা দায়ের করেন।
সূত্র জানায়, পটুয়াখালীর কলাপাড়ার সেই আলোচিত ৭২ একর খাস জমি বন্দোবস্ত কান্ডে সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, সার্ভেয়ার হুমায়ুন কবির ও সাবরেজিস্ট্রার রেহেনা পারভিন তাদের নির্দোষিতার বিষয়ে জিজ্ঞাসাবাদে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। মুজিব শতবর্ষে আশ্রয়ন-২ প্রকল্পে দূস্থদের জন্য ঘর সহ ২ শতাংশ খাস জমি বরাদ্দে সরকারের মহতী উদ্যোগ বাস্তবায়নের অন্তরালে বিপুল অর্থের বিনিময়ে ৪২ জন প্রভাবশালী বিত্তবানের নামে ২৫ কোটি টাকা মুল্যের ৭২ একর খাস জমি বন্দোবস্ত দেয় ওই অভিযুক্তরা।
এদিকে সূত্রটি আরও জানায়, আলোচিত ৭২ একর খাস জমি বন্দোবস্ত কান্ডের তদন্ত প্রায় শেষ পর্যায়ে। ৪২ জন প্রভাবশালী খাস জমি বন্দোবস্ত দলিল গ্রহিতাকে জিজ্ঞাসাবাদ শেষ হলে মামলাটিতে গতি আসবে। এরপরই অভিযোগ পত্র নিয়ে আদালতে শুনানি, অভিযোগ গঠন, সাক্ষ্য গ্রহণ, জেরা, যুক্তি তর্ক এবং রায় প্রচার। তবে এ ঘটনা থেকে পার পেয়ে যেতে অভিযুক্ত সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, সার্ভেয়ার হুমায়ুন কবির ও সাবরেজিস্ট্রার রেহেনা পারভিন সহ সংশ্লিষ্টরা জোরেশোরে লবিং ও তদবির শুরু করেছেন বলে জানা গেছে।