• মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৮:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুয়াকাটায় কর্মরত সাংবাদিকদের মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংল।। কলাপাড়ায় দুই কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক/দৈনিক ক্রাইম বাংলা।। কলাগাছের ভেলায় ভেসে বানভাসী মানুষের ব্যতিক্রমী সংবাদ সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।। সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।। বোরহানউদ্দিন পৌর বিএনপির উদ্দ্যাগে লিফলেট বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।। দ্বিপক্ষীয় সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা,,, দৈনিক ক্রাইম বাংলা সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বদলগাছীতে মানববন্ধন -বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। ঝালকাঠিতে ব্যবসায়ীর ভবনে অভিযান:মাদকসহ আটক করে ৪ জনকে কারাদণ্ড/দৈনিক ক্রাইম বাংলা।। সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।।

ঘোড়াঘাটে  ৫০ হাজার টাকার গাঁজা জব্দ, গ্রেপ্তার ২জন/দৈনিক ক্রাইম বাংলা।। 

মাহতাব উদ্দিন আল মাহমুদ।। / ১৯৭ পঠিত
আপডেট: রবিবার, ১০ মার্চ, ২০২৪


মাহতাব উদ্দিন আল মাহমুদ ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

এক কেজি গাঁজাসহ মাদককারবারি  রাকিব হাসান রবেল মোখলেছারকে গ্রেফতার করেছে দিনাজপুরের ঘোড়াঘাট থানা পুলিশ।

খুচরা মাদক ব্যবসায়ী মোখলেছারের তথে মাদককারবারি  রাকিব হাসান রুবেলকে ৫০ হাজার টাকা মুল্যের এক কেজি সহ গ্রেফতার করে পুলিশ।  

খুচরা ব্যবসায়ী মোখলেছার (৫০) নিজ বাড়িতেই স্থানীয় মাদকসেবীদের কাছে গাঁজা বিক্রি করেন তিনি। শুক্রবার বিকেলে ১০০ গ্রাম গাঁজা সহ নিজ বাড়ি থেকে তাকে  আটক করে দিনাজপুরের ঘোড়াঘাট থানা পুলিশ। পরে তার দেওয়া তথ্যে  উপজেলার কশিগাড়ী গ্রামে অপর মাদককারবারী রাকিব হাসান রুবেলের (৩০) গ্রামে অভিযান চালায় থানা পুলিশ। অভিযানে আটক হয় রুবেল। তার কাছ থেকে উদ্ধার করা হয় কেজি গাঁজা।

ঘটনায় উপপরিদর্শক (এসআই) বনমালী রায় বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা করেছেন। মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে আটক দুই গাঁজা ব্যবসায়ীকে। এছাড়াও মামলায় পলাতক আরো একজন মাদক ব্যবসায়ীকে আসামী করা হয়েছে। উদ্ধার হওয়া সর্বমোট কেজি ১০০ গ্রাম গাঁজার স্থানীয় বাজারমূল্য আনুমানিক ৫০ হাজার টাকা।

গ্রেপ্তার মোকলেছার (৫০) ঘোড়াঘাট পৌরসভার চকবামুনিয়া বিশ্বনাথপুর (মাস্টারপাড়া) গ্রামের মৃত বুধা শেখের ছেলে এবং রাকিব হাসান রুবেল (৩০) সিংড়া ইউনিয়নের কশিগাড়ী গ্রামের আমিরুল ইসলামের ছেলে। তারা দুজনেই দীর্ঘদিন যাবত বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছেন বলে জানিয়েছেন পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘোড়াঘাট থানার উপপরিদর্শক (এসআই) বনমালী, অরুপ কুমার রায়, মোজাফ্ফর রহমান আজিজার রহমানের সমন্বয়ে থানা পুলিশের একটি দল শুক্রবার বিকেল সাড়ে ৪টায় মাদক ব্যবসায়ী মোকলেছারের বাড়িতে অভিযান চালায়। এসময় নিজ ঘরের বারান্দা থেকে মোকলেছারকে ১০০ গ্রাম গাঁজা সহ আটক করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যে গাঁজার পাইকারী ব্যবসায়ী রাকিব হাসান রুবেলেকে ধরতে কশিগাড়ী গ্রামে অভিযান নামে পুলিশ। সে সময় ওই গ্রামের নজরুল ইসলামের বাড়ির সামনে রাস্তার উপর থেকে একটি ব্যাগে কেজি গাঁজা বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাবার সময় রুবেলকে আটক করে পুলিশ। সেখানে তার সাথে থাকা আরেক মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি দেখে কৌশলে পালিয়ে যায়।

ঘোড়াঘাট থানার ্অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, মাদকমুক্ত ঘোড়াঘাট গড়ে তুলতে আমরা দিনরাত মাদক বিরোধী অভিযান চালিয়ে যাচ্ছি। স্থানীয় সচেতন নাগরিকদের কাছ থেকে আমরা নিয়মিত মাদক ব্যবসায়ী সেবীদের তথ্য সংগ্রহ করছি। পাশাপাশি আমাদের গোয়েন্দা সদস্যরা কাজ করছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার সর্বমোট কেজি ১০০ গ্রাম গাঁজা সহ আমরা দুজনকে গ্রেপ্তার করেছি। তাদেরকে শনিবার সকালে দিনাজপুরের আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ