কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটায় অনুষ্ঠিত হয়েছে রাখাইনদের শত বছরের ঐতিহ্যবাহী জলকেলি উৎসব। বৃহস্পতিবার শেষ বিকেলে সাংগ্রাইন উপলক্ষে শ্রী মঙ্গল বৌদ্ধ বিহার সংলগ্ন রাখাইন মার্কেটে এ উৎসব অনুষ্ঠিত হয় । এর আগে আলোচনা সভার মধ্য দিয়ে তিনদিন ব্যাপী সাংগ্রাইন উৎসবের আনুষ্ঠানিকতা শুরু করা হয়। অনুষ্ঠানে কলাপাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোতালেব তালুকদার এবং কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার ও কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হোসেন হাওলাদার উপস্থিত ছিলেন।
কুয়াকাটা রাখাইন মাঠের মধ্যে রাখা হয়েছে একটি সাজানো গোছানো নৌকা। নৌকার মধ্যে রাখা হয়েছে পানি। আর এ পানি একে অপরের গায়ে মারছেন রাখাইন কিশোর কিশোরীরা। এসময় নাচে গানে মাতোয়ারা হয়ে উঠে তারা। এ অনুষ্ঠানে অংশগ্রহন করতে পেরে রাখাইন পরিবারের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ।