কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। ব্র্যাক, বরগুনা অঞ্চলের কলাপাড়া শাখার
উদ্যোগে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্থ ১৫০ পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান
করা হয়েছে। শনিবার (১ জুন) বিকেল ৫ টায় উপজেলার নাচনাপাড়া গ্রামের
বাসন্তি মন্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওইসব পরিবারের হাতে মানবিক
সহায়তা তুলে দেয়া হয়। নগদ অর্থ হাতে পেয়ে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো খুশি
হয়ে ব্র্যাক প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় এলাকা
ব্যবস্থাপক (প্রগতি) রিয়াজ নাহিদ সোহাগ, উপজেলা হিসাব ব্যবস্থাপক ফাতেমা
তুজ জোহরা ও শাখা ব্যবস্থাপক (দাবি) এমএ হান্নানসহ অন্যান্য সকল
প্রকল্পের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
ব্র্যাক কলাপাড়া শাখা ব্যবস্থাপক (দাবি) এমএ হান্নান জানান, ব্র্যাক
সবসময় দেশের যে কোন দূর্যোগে অসহায় মানুষের পাশে থাকেন। তার
ধারাবাহিকতায় আজ নগদ অর্থ দেয়া হয়েছে। তাদের এ কার্যক্রম চলমান থাকবে বলে
তিনি সাংবাদিকদের জানান।