• বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঘাতক দালাল নির্মূল কমিটির সম্পাদকের বিচারের দাবিতে মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।। রাজধানীতে পয়োনিষ্কাশন ব্যবস্থা আধুনিকায়ন করতে হবে,,,,,দৈনিক ক্রাইম বাংলা আমরা নতুন বাংলাদেশ দেখতে চাই: জামায়াত আমির,,,,,দৈনিক ক্রাইম বাংলা জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে গেলেন মির্জা ফখরুল,,,,,দৈনিক ক্রাইম বাংলা গণ-অভ্যুত্থান একক দলের নয়, জনগণের আন্দোলন’—তারেক রহমান,,,,,দৈনিক ক্রাইম বাংলা শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আধুনিক ও যুগোপযোগী হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা,,,,,দৈনিক ক্রাইম বাংলা জুলাই শহিদদের স্মরণে সারাদেশে ‘এক শহিদ এক বৃক্ষ’ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত,,,,,দৈনিক ক্রাইম বাংলা প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন হবে : প্রেস সচিব,,,,,,দৈনিক ক্রাইম বাংলা জাতিসংঘের মানবাধিকার দপ্তর চালু সংস্কার ও জবাবদিহিতার প্রতি সরকারের প্রতিশ্রুতির প্রতিফলন: প্রেস উইং,,,,দৈনিক ক্রাইম বাংলা ভোটার তালিকা প্রকাশের আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন যোগ্য নাগরিকেরা,,,,,,,দৈনিক ক্রাইম বাংলা


নোয়াখালীতে কলেজ অধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ৭৪ পঠিত
আপডেট: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪


মোঃ বেল্লাল হোসাইন নাঈম।।

নোয়াখালীর চাটখিলে কলেজের অধ্যক্ষ ও একজন সরকারী অধ্যাপক পদমর্যাদার  শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে একই কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে চাটখিল উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার ও কলেজের বর্তমান সভাপতি বরাবর তারা পৃথক তিনটি স্মারকলিপি প্রদান করেন।

শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, চাটখিল উপজেলার এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সোমপাড়া কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন ও সরকারী অধ্যাপক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে, নিয়োগ বাণিজ্য, অর্থ আত্মসাৎ, অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, সাম্প্রদায়িক উস্কানিতসহ বিভিন্ন অভিযোগ দীর্ঘদিনের। বিভিন্ন অনিয়মের সাথে জড়িত এই দুই শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগগুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য গত একমাস যাবত আন্দোলন করে আসছেন তারা। একই সাথে এি দুজন শিক্ষকের পদত্যাগের দাবি করেন।

গত ৫ আগস্ট তারিখে বিগত সরকারের পতনের পর থেকে এই দুই শিক্ষক কলেজে উপস্থিত না হয়ে পলাতক রয়েছেন বলে জানা যায়। কলেজের শৃঙ্খলা ফিরিয়ে আনতে সময়ের মধ্যে এই দুই শিক্ষকের অপসারণ দাবি করেন মানববন্ধন করা শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী।

অধ্যক্ষ মহিউদ্দিন ও সরকারী অধ্যাপক জাহাঙ্গীর আলমের অপসারণের দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে সোমপাড়া কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীসহ কয়েকশ মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার ও কলেজটির বর্তমান সভাপতি বরাবর পৃথক তিনটি স্মারকলিপি জমা দেওয়া।

কলেজটির জ্যেষ্ঠ প্রভাষক নাসির উদ্দিন বলেন, ‘এই দুইজন শিক্ষক বিভিন্ন সময়ে বিগত ফ্যাসিবাদ সরকারের রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিয়োগ বাণিজ্যসহ নানামুখী অনিয়মের সাথে জড়িত ছিল। এদেরকে বিচারের আওতায় এনে দ্রুত সময়ে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।’

চাটখিল উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দীন স্মারকলিপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘স্মারকলিপিতে উল্লিখিত সকল অনিয়ম ও দুর্নীতি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ