
মোঃ জুলহাস মিয়া,বরগুনা প্রতিনিধি : বরগুনায় জমি বিরোধের জেরে হামলায় আহত একই পরিবারের ৫ সদস্য। ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের।
শুক্রবার (১৪ আগষ্ট) সকাল ১১ টায় বরগুনা জেলা সাংবাদিক ইউনিয়নের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবার
এসময় ভুক্তভোগী আমতলী উপজেলার ছুড়িকাটা গ্রামে ৭ নং ওয়ার্ডের মতিয়ার রহমানের পুত্র রফিক মুন্সি অভিযোগ করে বলেন,একই গ্রামের হালিম মৃধা, হেলাল মৃধা,হাছান মৃধা, আফজাল মৃধা, আবু সালেহ মৃধা,বশার মৃধা, ইউনুস মৃধা,ফরিদ মুন্সি সহ অত্র এলাকার চিহ্নিত লাঠিয়াল বাহিনীরা। তাদের কাজ জমি দখল করা।
তারা আরোও বলেন, গতকাল (১৩ আগষ্ট) আমার বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালায় এ সময় বাধা দিলে আমার স্ত্রী ভাই বাবা মাকে মারধর করে। স্থানীয়রা থানায় ফোন দিলে পুলিশ আমাদেরকে উদ্ধার করে আমতলী হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করান।
উপস্থিত সাংবাদিকদের অভিযোগ করে তারা আরোও বলেন, আমতলী থানা পুলিশ মামলা নেয়নি, তাই আপনাদের লেখনীর মাধ্যমে আমি সাংবাদিক ইউনিয়নের সকল সাংবাদিক ভাইদের প্রতি আহ্বান জানাই যাতে করে, আপনাদের সংবাদের মাধ্যমে আমার ন্যায়বিচারের দাবি।