চেন্নাই টেস্টে পঞ্চম দিনে গড়ানো নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। ভারতের দেওয়া ৫১৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শেষ সেশনে ৪ উইকেট হারিয়েছে বাংলাদেশ। যা চতুর্থ দিনেই হার চোখ রাঙাচ্ছে টাইগারদের। জয়ের এখনো ৩৫৭ রান প্রয়োজন বাংলাদেশের। বিশাল লক্ষ্যের পেছনে ছুটে অধিনায়ক নাজমুল হাসান শান্তর ফিফটিতে লড়াই করছে বাংলাদেশ। টেস্টের তৃতীয় দিনে শনিবার শুবমান গিল ও রিশাভ পান্তের সেঞ্চুরিতে ৪ উইকেটে ২৮৭ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ভারত। প্রথম ইনিংসের ২২৭ রানের লিড মিলিয়ে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৫১৫। দিন শেষ করে তারা ৪ উইকেটে ১৫৮ রান নিয়ে। সকালে ৩ উইকেটে ৮১ রান নিয়ে দিনের খেলা শুরু করেন গিল ও পান্ত। শুরুতে কয়েকটি ওভার একটু সাবধানে খেলে পরে দ্রুততায় রান তুলতে থাকেন দুজন। লাঞ্চের আগে ২৮ ওভারে রান ওঠে ১২৪। লাঞ্চের পরপর সেঞ্চুরি পূর্ণ করেন পান্ত। ২১ মাস পর টেস্ট ক্রিকেটে ফিরেই উপলক্ষ রাঙিয়ে রাখলেন তিনি। ৩৪ টেস্টে এই কিপার-ব্যাটসম্যানের এটি ষষ্ঠ সেঞ্চুরি। সবশেষ টেস্টে ২০২২ সালের ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষেই ৯৩ রানের ইনিংস খেলেছিলেন তিনি। ১৩ চার ও ৩ ছক্কায় ১২৮ বলে ১০৯ রান করে তিনি বিদায় নেন মেহেদী হাসান মিরাজকে ফিরতি ক্যাচ দিয়ে। জুটি ভাঙে ১৬৭ রানে। পরে গিল পা রাখেন তার পঞ্চম টেস্ট সেঞ্চুরি। লোকেশ রাহুলের সঙ্গে তার জুটি পঞ্চাশ পেরোনোর পরপর ইনিংস ঘোষণা করে দেন ভারতীয় অধিনায়ক। ১০ চার ও চার ছক্কায় ১১৩ রানে অপরাজিত থাকেন গিল। রানের বোঝা মাথায় নিয়ে ইতিবাচক ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতে বাংলাদেশকে ৬২ রান এনে দেন জাকির হাসান ও সাদমান ইসলাম। জাসপ্রিত বুমরাহর বলে তৃতীয় স্লিডে ইয়াসাসভি জয়সওয়ালের অসাধারণ ডাইভিং ক্যাচে জাকির আউট হন ৩৩ রান করে। ম্যাচে রাভিচান্দ্রান অশ্বিনের প্রথম শিকার হয়ে ফেরেন ৩৫ রান করা সাদমান। পরে অশ্বিনের দুর্দান্ত ডেলিভারিতে মুমিনুল হক বোল্ড হন ১৩ রানে। এই অফ স্পিনারকেই ছক্কা মারার পরের বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে শট খেলে লোকেশ রাহুলের দারুণ ব্যাচে আউট হন মুশফিকুর রহিম। শান্ত দারুণ খেলে দিন শেষে অপরাজিত থাকেন ৫১ রানে। ৬০ বলের ইনিংসে চারটি চারের পাশাপাশি তিনটি ছক্কা মারেন বাংলাদেশ অধিনায়ক। তার সঙ্গে দিন শেষ করেন সাকিব আল হাসান। আলোকস্বল্পতায় দিনের খেলা শেষ হয় ৯.৪ ওভার বাকি থাকতে।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত ১ম ইনিংস: ৩৭৬
বাংলাদেশ ১ম ইনিংস: ১৪৯
ভারত ২য় ইনিংস: ৬৪ ওভারে ২৮৭/৪ (আগের দিন ৮১/৩) (গিল ১১৯*, পান্ত ১০৯, রাহুল ২২*; তাসকিন ৭-১-২২-১, হাসান ১১-১-৪৩-০, নাহিদ ৬-০-২১-১, সাকিব ১৩-০-৭৯-০, মিরাজ ২৫-৩-১০২-২, মুমিনুল ২-০-১৫-০)। বাংলাদেশ ২য় ইনিংস: (লক্ষ্য ৫১৫) ৩৭.২ ওভারে ১৫৮/৪ (জাকির ৩৩, সাদমান ৩৫, শান্ত ৫১*, মুমিনুল ১৩, মুশফিক ১৩, সাকিব ৫*; বুমরাহ ৭-২-১৮-১, সিরাজ ৩.২-০-২০-০, আকাশ ৬-০-২০-০, অশ্বিন ১৫-০-৬৩-৩, জাদেজা ৬-০-২৯-০)।