• বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৭:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা; দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত আবহাওয়ার পূর্বাভাসে কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বর্ষণ কর্মী নিয়োগে বাংলাদেশ-সৌদি আরব চুক্তি স্বাক্ষর দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন মাইলফলক,,,,দৈনিক ক্রাইম বাংলা আড়াই ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ পুনরায় চালু দেশে শিশু ধর্ষণ ও নির্যাতন আশঙ্কাজনক হারে বেড়েছে রপ্তানি আয় বাড়লেও বাজার সমপ্রসারণে ব্যর্থতা: বিশেষজ্ঞদের উদ্বেগ বদলগাছীতে ইউপি সদস্যের বিরুদ্ধে একতরফা ভাবে সালিশ করার অভিযোগ/দৈনিক ক্রাইম বাংলা।। বোরহানউদ্দিনে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রম অভিযান/দৈনিক ক্রাইম বাংলা।। আমতলীতে কীটনাশক পানে যুবকের আত্মহত্যা/দৈনিক ক্রাইম বাংলা।। কুয়াকাটা সৈকতে অর্ধগলিত যুবকের মরদেহ উদ্ধার/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় রাখাইনরা পালন করছে প্রবারনা পূর্ণিমা উৎসব/দৈনিক ক্রাইম বাংলা।।

সকল ষড়যন্ত্র রুখতে পূজামন্ডপে সিসি ক্যামেরা স্থাপনের দাবি,,,,,ক্রাইম বাংলা

রিপোর্টার: / ৯৪ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

গাজীপুরের কাপাসিয়ায় সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গোৎসব উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার ৬০টি পূজামন্ডপের নেতৃবৃন্দের সমন্বয়ে শান্তিশৃঙ্খলা ভাবে পূজা উদযাপন করার সিদ্ধান্ত নেয়া হয়। এ সময় শান্তিপূর্ণ ভাবে সনাতন ধর্মালম্বীরা পূজা উদযাপন করতে তারা প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরা স্থাপনের দাবি জানান।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) একেএম লুৎফর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ, কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শেফাউল হক, কাপাসিয়া উপজেলা ইমাম পারিষদের সভাপতি মো. মজিবুর রহমান, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন, গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন শিশির, ছাত্র প্রতিনিধি মো. রাশেদ, শামীম হোসেন, মো. জোনায়েদ, কাপাসিয়া উপজেলা পূজা উদযাপন কমিটির আহ্বায়ক চিত্তরঞ্জন সাহা, সদস্য সচিব কৃষ্ণচন্দ্র পাল ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত পূজা কমিটির নেতৃবৃন্দ।

কৃষ্ণচন্দ্র পালের পরিচালনায় প্রধান আলোচক হিসেবে গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সকল ধর্মের সমান স্বাধীনতা রয়েছে। একটি মহল সব সময় দেশকে অস্থিতিশীল করতে নানা ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলে আসছে। এ সরকারকে চাপে ফেলার জন্য শারদীয় দূর্গোৎসব সামনে রেখে মহলটি নানা বিশৃঙ্খলা করার চেষ্টায় লিপ্ত রয়েছে। কুচক্রিমহল যাতে তাদের অসৎ উদ্দেশ্য সফল করতে না পারে দলমত নির্বিশেষে সকলকে নজর রাখার জোর দাবি জানান। তিনি আইনশৃঙ্খলা বাহিনী ও সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে সজাগ থাকার জন্য অনুরোধ জানান। তিনি আরও বলেন, কাপাসিয়ায় ৬০টি পূজা মন্ডপে সনাতন ধর্মালম্বীরা যাতে নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারে তাই প্রতিটি পূজা মন্ডপ সিসি ক্যামেরার আওতাভুক্ত করার জন্য উপজেলা প্রশাসনকে সুপরামর্শ দেন এবং দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ