বিনোদন ডেস্ক মহামারি করোনার শুরু থেকে পুরোপুরি ঘরবন্দি সময় পার করছেন কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা। দীর্ঘ পাঁচ মাস তিনি বাসা থেকে বের হননি।
এই সময়ে ঘরে থেকেই দু’একটি সচেতনতামূলক গানে কণ্ঠ দিয়েছেন। তবে এবার সব ভয়কে উপেক্ষা করে আবারো নতুন উদ্যমে কাজে ফিরলেন তিনি।
সেই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৮ আগস্ট) ‘ভালোবাসার গান’ শিরোনামে একটি গানে কণ্ঠ দিলেন জনপ্রিয় এই গায়িকা। এন আই বুলবুলের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেন শান।সুর-সংগীতায়োজনের পাশাপাশি গানটিতে কণার সঙ্গে কণ্ঠও দিয়েছেন শান।কাজে ফেরা প্রসঙ্গে কণা বলেন, ১৮ আগস্ট দিনটি ছিল আমার জন্য অন্যরকম।বাসায় থেকে ক্লান্ত হয়ে গেছি। শুধু কাজে ফেরার অপেক্ষায় ছিলাম। দিন গুনেছি কখন কাজে ফিরতে পারবো! অবশেষে দীর্ঘ সময় পর কোনো স্টুডিওতে হাজির হয়ে গানে কণ্ঠ দিয়ে বেশ ভালো লাগছে।
নতুন এ গান প্রসঙ্গে তিনি বলেন, এটি একটি নাটকের গান। দারুণ রোমান্টিক কিছু কথা ও সুরে এটি করা হয়েছে। প্রথমবারের মতো শানের সঙ্গে নাটেকর জন্য গান করেছি বলে জানান তিনি।