• মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত/দৈনিক ক্রাইম বাংলা।। কুয়াকাটায় প্রায় ৫ কোটি টাকার সৈকত সড়ক সমুদ্র গর্ভে বিলীন, দুর্নীতি দমন কমিশনের তদন্ত শুরু/দৈনিক ক্রাইম বাংলা।। শ্রীহীন হয়ে পড়েছে কুয়াকাটা।সমুদ্রে বিলীন হচ্ছে দৃষ্টিনন্দন ও দর্শনীয় স্থান গুলো/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় কেঁচো সার উৎপাদন বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। ভোলার লালমোহনে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অন্তর্ভুক্তির দাবিতে সংবাদ সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।। কুয়াকাটায় কর্মরত সাংবাদিকদের মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংল।। কলাপাড়ায় দুই কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক/দৈনিক ক্রাইম বাংলা।। কলাগাছের ভেলায় ভেসে বানভাসী মানুষের ব্যতিক্রমী সংবাদ সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।। সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।। বোরহানউদ্দিন পৌর বিএনপির উদ্দ্যাগে লিফলেট বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।।

সততা ফাউন্ডেশন রামগঞ্জের বার্ষিক সভা অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৭৭ পঠিত
আপডেট: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪


হুসাইন কবির।।

যেখানে মানবতা সেখানে সততা এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে অনুষ্ঠিত হয়ে গেলো সততা ফাউন্ডেশন রামগঞ্জের বার্ষিক সভা ২০২৪ইং। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ ব্লাড ডোনারস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সততা ফাউন্ডেশন রামগঞ্জের সম্মানিত উপদেষ্টা জনাব, খালেদ মাহমুদ ফারুক এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর রেফারি ও সততা ফাউন্ডেশন রামগঞ্জ এর সম্মানিত উপদেষ্টা জনাব মোতালেব হোসেন জুয়েল বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক সততা ফাউন্ডেশন এর উপদেষ্টা জনাব, নুরুল হুদা। অনুষ্ঠানে সততা ফাউন্ডেশন রামগঞ্জের ৫ম বছরে পদার্পণ এর ধারাবাহিক চিত্র তুলে ধরেন ফাউন্ডেশন এর সভাপতি জনাব, তারেক আজিজ লিয়ন ও প্রতিষ্ঠাতা আসিফ ইমতিয়াজ পাটোয়ারী। সেই সময় প্রতিষ্ঠাতা উপদেষ্টা মোহদয়গণের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ” আমাদের সব দিক বিবেচনা করে কাজ করতে হয় আমরা সব সময় সব জায়গায় উপস্থিত হতে পারি নাহ কারন আমাদের সেচ্ছাসেবীদের কাছে সব সময় সঠিক তথ্য আসে নাহ। ” সভাপতি তার বক্তব্যে ফাউন্ডেশন এর বার্ষিক আয় ব্যায়ের হিসেব উল্লেখ করে ধারাবাহিক কার্যক্রম গুলোর বর্ণনা দেন এই সময় তিনি বলেন, ” ২৪ এর বন্যা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ ছিলো। এই সময় ফাউন্ডেশন এর সেচ্ছাসেবীরা উদ্ধার কাজ সহ ত্রাণ বিতরণ এ যেইভাবে এগিয়ে আসে তা অকল্পনীয়। ” একে একে সকল বিশেষ অতিথির বক্তব্য শেষে প্রধান অতিথি জনাব খালেদ মাহমুদ ফারুক তার বক্তব্যে ফাউন্ডেশন এর রেজিস্ট্রেশন ও অনুদান সম্পর্কে বলেন, ” রেজিস্ট্রেশন করা এখন সময় সাপেক্ষ ব্যাপার। আমরা এই কমিটির লিস্ট জমা দিয়ে আবেদন সম্পূর্ণ করবো খুব শ্রীঘই।” তাছাড়াও ২৪ এর বন্যায় আর্ত মানবতার সেবায় ছুটে যাওয়া সব সেচ্ছাসেবীদের ধন্যবাদ ও কৃতিজ্ঞতা প্রকাশ করে তিনি ফাউন্ডেশন কে আরো এগিয়ে যাওয়ার জন্য আহবান করেন। অনুষ্ঠানের শেষের দিকে একে একে সকল অতিথি কে সম্মাননা স্মারক তুলে দেন জনাব, মোস্তাফিজুর রহমান শাকিল ভাইস চেয়ারম্যান সততা ফাউন্ডেশন রামগঞ্জ, জনাব,আসিফ ইমতিয়াজ পাটোয়ারী, প্রতিষ্ঠাতা সততা ফাউন্ডেশন রামগঞ্জ, জনাব, আদনান হোসেন জিসান, ভাইস চেয়ারম্যান সততা ফাউন্ডেশন রামগঞ্জ ও জনাব, তারেক আজিজ লিয়ন সভাপতি সততা ফাউন্ডেশন রামগঞ্জ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নব নির্বাচিত কমিটির সহ সভাপতি জনাব,শাহ মোহাম্মদ আরিফ হোসেন, সাধারন সম্পাদক তাফিমুল পাটোয়ারী, যুগ্ম সধারণ সম্পাদক আইয়ুব হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক সিজান, দপ্তর সম্পাদক তানভীর হোসেন আনন্দ, অর্থ সম্পাদক হাফেজ কাউসার হামিদ, ক্রীড়া সম্পাদক মাসুম, সাংগঠনিক সম্পাদক নাঈম সহ অন্যান্য সদস্য বৃন্দ। উক্ত অনুষ্ঠানে চেয়ারম্যান মহোদয় এর অনুপস্থিতিতে শুভেচ্ছা বানী পাঠ করেন সভাপতি তারেক আজিজ লিয়ন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ