• রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টর উদ্বোধন,,,,দৈনিক ক্রাইম বাংলা বাংলাদেশে পরিচ্ছন্ন ও সাশ্রয়ী জ্বালানি সমাধানের ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার,,,,,দৈনিক ক্রাইম বাংলা সাইবার স্পেসে জুয়ার শাস্তি ২ বছরের কারাদণ্ড সরকার গঠনে নির্বাচনের বিকল্প নেই : বদিউল আলম মজুমদার,,,,দৈনিক ক্রাইম বাংলা দুইবার ‘বাবা’ বলে নিথর হয়ে যায় ৬ বছরের জাবির ইব্রাহিম,,,,দৈনিক ক্রাইম বাংলা গাজার হাসপাতালগুলো ‘ধ্বংসের দ্বারপ্রান্তে’: ডব্লিউএইচও প্রধান,,,,দৈনিক ক্রাইম বাংলা উপদেষ্টা পরিষদে দুই অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন,,,,দৈনিক ক্রাইম বাংলা সেপ্টেম্বরের ১৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৭৭ কোটি ডলার,,,,দৈনিক ক্রাইম বাংলা জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচন হলে ‘ফ্যাসিবাদের জন্ম’ হবে: জামায়াত সেক্রেটারির,,,,,দৈনিক ক্রাইম বাংলা একুশে বইমেলা এবার ডিসেম্বরে শুরু,,,,,দৈনিক ক্রাইম বাংলা

মহিপুরে কুয়াকাটা বার থেকে, পার্সেল করা কেরু, ব্র্যান্ডের মাদকদ্রব্য, ও গাজা সহ ১১ জন আটক।

রিপোর্টার: / ১০২৪ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০

মনির হাওলাদার কুয়াকাটা মহিপুর প্রতিনিধি।
পটুয়াখালীর, মহিপুরে  কুয়াকাটা বার থেকে, পার্সেল করা, কেরু ব্র্যান্ডের, মাদকদ্রব্য ও গাজা, সহ ১১ জনকে আটক করেছে মহিপুর থানা পুলিশ। গতকাল বুধবার সন্ধা ৬টা ৪৫ মিনিটের সময়, গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানার, অফিসার বাদলের নেতৃত্বে ৫০ গ্রাম গাজা, সহ কুয়াকাটার তুলাতলী গ্রামের, কবিরে হাওলাদারের ছেলে, রেদওয়ান কে আটক করা হয়। অপর দিকে সন্ধা ৭টা ৩০ মিনিটের সময় ৭৫০ মি:লি :কেরু সহ নেছারাবাদের আবু জাফর বাদল ও ঝালকাঠির ওসিম বড়াল কে, কুয়াকাটা হতে আটক করে,মহিপুর থানার এস আই সাইদুল ইসলাম।এছাড়াও ওয়ারেন্টভুক্ত জি আর ৬ ও সি আর ২ মামালায়( ১) কেরানি পাড়া গ্রামের রব হাওলাদারের ছেলে, আরিফ কে,(২) ধুলাসারের গঙ্গামতি গ্রামের কালাম ফকিরের ছেলে রুবেল ফকির কে ,( ৩)ডালবুগঞ্জের বরকোতিয়া গ্রামের রাজা মিয়ার স্ত্রী, তাসলিমা বেগম ও তার স্বামী (৪)রাজা মিয়া কে, (৫)কুয়াকাটার আব্দুল আলী গাজীর ছেলে হানিফ গাজী কে, (৬)ধুলাসারের গঙ্গামতি গ্রামের হাকিম ফকিরের ছেলে আবু সালেহ ফকির কে,(৭) গঙ্গামতি গ্রামের বারেক ফকিরের ছেলে সজীব ফকির কে ও (৮) একই গ্রামের জয়নাল ফকিরের ছেলে কালাম ফকির কে যথাক্রমে এস আই মনির হোসাইন, এস আই আসাদুজ্জামান জুয়েল, এস আই বেল্লাল, এ এস আই বাইজিত, এ এস আই জাকির তাদের সঙ্গীয় ফোর্স দ্বারা আলাদা আলাদা ভাবে অভিযানের মাধ্যমে তাদের গ্রেফতার করে।

মহিপুর থানার অফিসার ইনচার্জ, মনিরুজ্জামান জানান দিনভর আলাদা আলাদা ভাবে মহিপুর থানা পুলিশের অন্যতম অফিসারদের সমন্বয়ে অভিযান, পরিচালনা করে ১১ আসামি কে আটক করা হয়েছে। তিনি আরো বলেন মহিপুর থানায় কোন মাদক কারবারী ও মাদক, সেবীদের স্থান হবেনা। আটককৃতদের আজ বৃহস্পতিবার, আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ