• শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জানুয়ারির তাপমাত্রা বিস্ময়কর রকমের গরম: ইইউ মনিটর,,,, দৈনিক ক্রাইম বাংলা বিচার বিভাগ সংশ্লিষ্ট সংবিধান সংশোধনীর প্রস্তাব সংস্কার কমিশনের,,,,,দৈনিক ক্রাইম বাংলা বদলগাছীর কোলা ইউনিয়নে বিএনপি’র সৌহার্দ্য ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় যুগান্তরের রজতজয়ন্তী উৎসব পালিত/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় প্রথম বিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্ট’র উদ্বোধন/দৈনিক ক্রাইম বাংলা।। সংবাদ প্রকাশের একদিন পর প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো সরকারি জায়গায় পুকুর খনন/দৈনিক ক্রাইম বাংলা।। বদলগাছি উপজেলা ৫৩ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে/দৈনিক ক্রাইম বাংলা।। ঢাবি’র জগন্নাথ হলে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শনে সরকারের দুই উপদেষ্টা,,, দৈনিক ক্রাইম বাংলা এবার বাংলাদেশে আসছে দূষণ পরিমাপক যন্ত্র, চুক্তি সই,,,,,,দৈনিক ক্রাইম বাংলা বিক্ষোভ আন্দোলন যাই হোক গুলি করে হত্যা বন্ধ করতে হবে,,,,দৈনিক ক্রাইম বাংলা


কমলনগরে দোকান ঘর নিয়ে দুই পক্ষের মারামারি, আহত ৭ জন/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ৫২ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪


হাবিবুর রহমান।

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজির হাট বাজারে দোকান ভিটা নিয়ে দুই পক্ষের মারামারির ঘটনায় ৭ জন আহত হয়েছেন।

আজ বুধবার (২৩ অক্টোবর) বিকাল ৩ টার দিকে উপজেলার ৭নং ইউনিয়নের হাজির হাট বাজারে এ ঘটনা ঘটে। এসময় শ্রমিক লীগ নেতা রাসেলের নেতৃত্বে লোকজন দেশিও অস্ত্র শস্ত্র দামা, দা ও হাতুড়ি দিয়ে অন্য পক্ষের উপর আক্রমণ চালাই।

আহতরা হলেন নুর জাহান বেগম,শারমিন আক্তার, মনোয়ারা বেগম,মিনোয়ারা বেগম,আনোয়ারা বেগম,মুন্নি আক্তার,ও তাছলিমা বেগম।

তাদেরকে ছাড়াতে গিয়ে আহত হয়েছেন নুর জাহানের পরিবারের অনেকেই,এবং শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।

নুর জাহান বেগম সাংবাদিকদের জানান হাজির দক্ষিণ বাজার তাদের দোকান ভিটা ছিলেন সেখানে দীর্ঘ চব্বিশ পঁচিশ বছর তার স্বামী দোকান করতেন,পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পরে শ্রমিক লীগ নেতা তার দলিও প্রভাব খাটিয়ে দোকান ঘর ভিটাসহ দখল করে নিয়ে যায়।পরে আমরা মামলা করে আমাদের পক্ষে রায় এনেও তাদের দলিও ক্ষমতার কারণে দখলে যাইতে পারিনি।আমরা যত বার আমাদের দোকান ঘরে যায়,তারা তাদের সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদের কে মারদর করে বাহির করে দেয়।

আওয়ামী লীগ সরকার ক্ষমতা থেকে যাওয়ার পরে আমরা আমাদের দোকা ঘরে গেলে আওয়ামী লীগ ও বিএনপির কিছু লোকের সহযোগিতা তাদের সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদের উপর আক্রমণ চালায় পরে বাজারের বিভিন্ন লোকজন এসে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়, পরে সেখান থেকে যারা আশঙ্কাজনক তাদের কে লক্ষীপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করান।

পরে কমলনগর থানার পক্ষ্য থেকে এসে দোকানের তালা লাগিয়ে দেন।এবং ঘটনাটি সমাধানের জন্য আশ্বাস দেন।

এই মারামারিতে জড়িয়ে পড়ে।শ্রমিক লীগ নেতা রাসেল এর পক্ষের লোক নিরু,সাইফুল, দুলাল, তারেক, জুয়েল, মাফুজ, ফারুক, রেদোয়ান, আজাদ, আনার উল্যাহ, কাশেমসহ আরো অনেকে ছিলেন। এরা এলোপাতাড়ি কিল-ঘুষি ও দেশিও অস্ত্র দ্যাঁ চুরি হাটুরি দিয়ে আঘাত করলে এতে ৭ জন আহত হয়।

এই বিষয়ে কমলনগর থানার (ওসি)তৌহিদুল ইসলাম বলেন, ঘটনাটি আমি শুনেছি এবং পরবর্তীতে তারা আমাকে জানিয়েছেন।কিন্তু এখন পযন্ত কোনো মামলা হয়নি যদি এই বিষয়ে লিখিত কোনো অভিযোগ বা মামলা হয় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ


You cannot copy content of this page

You cannot copy content of this page