মোঃআবুল শিকদার : কুয়াকাটা প্রতিনিধি: ১সেপ্টেম্বর থেকে, পুরনো অবস্থায় ফিরেছে, কুয়াকাটার গণপরিবহনের ভাড়া। সেই সাথে উঠে গেছে এক সিট খালি রেখে, যাত্রী পরিবহনের বিধান। এখন থেকে দুই সিটেই বসবেন যাত্রীরা।
সকাল থেকে কুয়াকাটায় দেখা গেছে, গণপরিবহন গুলোতে আগের ভাড়া নেয়া হচ্ছে, এতে যাত্রীরা সন্তুষ্টি প্রকাশ করেছেন।বাসের ভাড়া আগের নিয়মে নেয়া হচ্ছে কি না তাও তদারকিকরছে,আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, তারা আরো বলেন করোনার, সংকটে পরিবহনে উঠানোর আগে, মাক্স এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন, বলে নির্দেশ দিচ্ছেন, গন পরিবহন মালিক সমিতি কে ।