• শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হিজলায় বিএনপি নেতার অপকর্মের বিরুদ্ধে মানবন্ধন,,,,দৈনিক ক্রাইম বাংলা চিয়া সিডের সঙ্গে এই খাবারগুলো খাওয়া হতে বিরত থাকুন,,,,দৈনিক ক্রাইম বাংলা মানহানির মামলার জন্য ক্ষতিপূরণ চাইলেন ব্লেক লাইভলি,,,,,দৈনিক ক্রাইম বাংলা কূটনীতিকদের সম্মানে নৈশভোজের আয়োজন বিএনপির মঈন খানের,,,,,দৈনিক ক্রাইম বাংলা প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর উত্তরখানে খাল পরিষ্কার কার্যক্রম বিএনপির,,,,,দৈনিক ক্রাইম বাংলা যুব, নারী ও শিশুদের অগ্রাধিকার দিয়ে এবি পার্টি’র নির্বাচনী ইশতেহার,,,,,দৈনিক ক্রাইম বাংলা পথশিশুদের অনেকেই মাদকাসক্ত হয়ে পড়ে,,,,,দৈনিক ক্রাইম বাংলা নেপালে বাংলাদেশিরা নিরাপদে, পরিস্থিতির উন্নতি হলেই ফিরে আসা সম্ভব: তৌহিদ,,,,,দৈনিক ক্রাইম বাংলা ইয়েমেনে ইসরায়েলি বিমান হামলায় নিহত কমপক্ষে ৩৫ জন,,,,,দৈনিক ক্রাইম বাংলা কী আছে এই নতুন আইফোন ১৭ এয়ারে?,,,,,দৈনিক ক্রাইম বাংলা

বানারীপাড়া বিশারকান্দিতে দেরশত বছরের ভোগ দখলীয় সম্পত্তি প্রতিপক্ষের বিরুদ্ধে জবর দখলের অভিযোগ/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ৯৩ পঠিত
আপডেট: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪

মাইদুল ইসলাম শফিক, বানারীপাড়া ::

বানারীপাড়ার বিশারকান্দিতে প্রায় দেড় শত বছরের ভোগ দখলীয় সম্পত্তি পার্শ্ববর্তী প্রতিপক্ষের বিরুদ্ধে জবর দখলের অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার বিশারকান্দি ইউনিয়নের উমারেরপাড় গ্রামের ৯ নং ওয়ার্ডে ঘটেছে বলে জানা গেছে। এ বিষয়ে মোকাম বরিশাল বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মৃত আব্দুর রব হাওলাদার এর ছেলে আব্দুর রহিম হাওলাদার বাদী হয়ে শাহাদাত হোসেন, সালেক, জসিম, খাইরুল, সজল আলামিন, মামুন, সেলিম, কবির, বারেক, ফারুক, মজিবর, সিদ্দিক, রহমান, আব্দুল খালেক, সোহেল, সুজন, জাফর, ওয়াহিদ, জহির, মিল্লাত, জহিরুল, শামীম, মোসাঃ সালমা, হোসনেয়ারা, দোলেনা, মোসাঃ জেসমিন, মোসাঃ রহিমা, মিজানুর রহমান সহ ২৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। জানা গেছে থানা থেকে ওই মামলার তদন্ত গেলে বিবাদী পক্ষ থানা পুলিশকে অগ্রাহ্য করে পরে ওই সম্পত্তিতে ১৪৪ ধারা জারি করা হয়। বর্তমানে ওই এলাকায় বিষয়টি নিয়ে থমথমে অবস্থা বিরাজ করছে। বাদী পক্ষ জানান বিবাদী পক্ষের উশৃংখল আচরনে যে কোনো সময় তারা হামলার শিকার হতে পারে। মামলার তদন্তকারী অফিসার এ এস আই সমিরন জানান শান্তি শৃঙ্খলা বজায় রাখতে দুই পক্ষকে শান্ত থাকার নির্দেশ দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ