দৈনিক ক্রাইম বাংলা ডেক্স ঃরাজধানীর মিরপুরে রাস্তা ও ফুটপাতে খোলা অবস্থায় নির্মাণসামগ্রী রেখে পরিবেশ দূষণ এবং গাড়ির মাত্রাতিরিক্ত ধোঁয়া নিঃসরণের দ্বারা পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজিনা আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোট ৫৩ হাজার টাকা জরিমানা করেন।খোলা অবস্থায় নির্মাণসামগ্রী ফেলে রেখে পরিবেশ দূষণ করায় মিরপুরের রানা প্রোপার্টিজের ম্যানেজার কিরণ পাঠান, উত্তর পীরেরবাগের মো. মিজানুর রহমান, পশ্চিম মনিপুরের মো. মতিউর রহমান, পশ্চিম আগারগাঁওয়ের মো. শাকিলকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়া আগারগাঁওয়ের ইসলামী ফাউন্ডেশন মোড়ে মাত্রাতিরিক্ত ধোঁয়া দ্বারা পরিবেশ দূষণের দায়ে চারটি গাড়িকে আট হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানে তেঁতুলিয়া পরিবহনের একটি গাড়ি অতিমাত্রায় (৯৮ এইচএসইউ) ধোঁয়া নির্গমন করায় গাড়িটি জব্দ করে সংস্কারের জন্য এর ম্যানেজার আবু সাইদের জিম্মায় দেয়া হয়। মেরামতের পর গবেষণাগারে ধোঁয়া পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া পর্যন্ত রাস্তায় চলাচলা নিষিদ্ধ করে আদেশ প্রদান করা হয় বলে জানা যায়।
You cannot copy content of this page