• মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জুলাই যুদ্ধো পরিবারের সাথে মতবিনিময় করেন -হাফিজ ইব্রাহিম/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে স্বাস্থ্য কমপ্লেক্স অ্যাম্বুলেন্স চালকের যতো অনিয়ম, এখন অবহেলায় রোগীর মৃত্যু/দৈনিক ক্রাইম বাংলা।। বরগুনা জেলা বিএনপির আংশিক আহবায়ক কমিটি ঘোষণা নজরুল ইসলাম মোল্লা আহবায়ক হুমায়ুন হাসান শাহীন সদস্য সচিব নির্বাচিত/দৈনিক ক্রাইম বাংলা।। পটুয়াখালীর দশমিনায় ‘অপারেশন ডেভিল হান্ট’: ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।। ‘আমার ছেলেরা এটা দিয়ে দুই পয়সা রোজগার করে, তুই কেন ডিও ছাড়াইলি?/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে গলায় কলা আটকে ৪ বছরের শিশুর মৃত্যু!/দৈনিক ক্রাইম বাংলা।। মুক্তিযোদ্ধার পক্ষের দল বিএনপি – হাফিজ ইব্রাহিম/দৈনিক ক্রাইম বাংলা।। আমতলীতে মামলা করে বিপাকে পড়েছেন মামলার বাদী শামসুন নাহার/দৈনিক ক্রাইম বাংলা।। আমতলীতে অপ্র-প্রচারের প্রতিবাদে বিএনপির নেতার সংবাদ সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টর উদ্বোধন,,,,দৈনিক ক্রাইম বাংলা

আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ সম্মাননা পুরস্কার পেলেন বিশিষ্ট ইএনটি চিকিৎসক ডাঃ মোঃ মশিউর রহমান/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৮০ পঠিত
আপডেট: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক।।

দেশের গন্ডি পেরিয়ে দেশে বিদেশে আন্তর্জাতিক পরিমণ্ডলে আর্তমানবতার সেবার কাজে বিশেষ অবদান রাখায় আন্তর্জাতিক সম্মাননা পুরস্কার পেয়েছেন ‘হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ’র সহ সভাপতি বাংলাদেশের অন্যতম নাক কান গলা রোগ বিশেষজ্ঞ,নেক হেড সার্জন মালিবাগ খিদমা হাসপাতালের চিকিৎসক ডাঃ মশিউর রহমান।
মিশরের আব্বাসিয়া বুর্জ আল-তাতবিকিন সম্মেলন কক্ষে তিনি এই সম্মাননা পুরস্কার গ্রহণ করেন।
ডাঃ মোঃ মশিউর রহমান কে এই সম্মাননা দিয়েছেন মিশরের কায়রোতে বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত এইচ. ই. সাবিনা নাজ।এ সময় উপস্থিত ছিলেন ইংল্যান্ড থেকে আগত আন্তর্জাতিক আইনজীবী ব্যারিস্টার হাসান মাহমুদ ও মানবাধিকার কর্মীরা।


ফিলিস্তিনের মজলুম মুসলমানদের সহযোগিতার উদ্দেশ্যে মিশর সফরের কর্মসূচির অংশ হিসেবে কায়রোতে অবস্থিত ফিলিস্তিনি রাষ্ট্রদূত জনাব দিয়াব আল্লুর সাথে তিনি ও হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটির ৬ ছয় সদস্যের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন। রাষ্ট্রদূতের সঙ্গে প্রায় দীর্ঘ তিন ঘণ্টার বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাতে তাঁরা বাংলাদেশের অন্যতম সেবা সংস্থা হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটির পক্ষ হতে ফিলিস্তিনের নিপীড়িত মানুষদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
রাষ্ট্রদূত জানান, ২০২৩ সনের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর ১ লক্ষ ২০ হাজার ফিলিস্তিনি মিশরের শরণার্থী হিসাবে আশ্রয় নেন। তিনি তাদের মিশরে সেবা কার্যক্রমে সব রকমের সহযোগিতা সহ এই মানবিক কার্যক্রমে তাদের সাথে থাকার ইচ্ছা প্রকাশ করেন।
এ সময়(Team HCSB) সংস্থাটির সহ-সভাপতি বলেন, ফিলিস্তিনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত বায়ান্ন হাজারের বেশি গাজা ও ফিলিস্তিন শরণার্থী মিশরে আশ্রয় নিয়েছেন। আমরা এর আগেও সীমিত পরিসরে তাদের জরুরি সহায়তা দিয়েছি।
ফিলিস্তিনিদের জন্য বাংলাদেশী সেবা সংস্থা হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি এবার প্রায় কোটি টাকার খাদ্য পানীয় তাবু সেলাই মেশিন ও নগদ অর্থ সহ বিভিন্ন সহায়তা নিয়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছি।


নির্বাহী পরিচালক অধ্যাপক আমিরুল ইসলাম বলেন, আমাদের এই সহায়তা নতুন নয়। ইতোমধ্যেই আমরা মিশরের ‘রেড ক্রিসেন্ট হাসপাতাল’ এবং ‘মাহাদ নাসির হাসপাতালে’ পঞ্চাশ জন রোগীকে চিকিৎসা সহায়তা দিয়েছি। এবার আরেকটু বিস্তৃত পরিসরে সহায়তা দিতে মিশর সফরে এসেছি। এই সফরে আমরা নগদ অর্থ বিতরণের পাশাপাশি ফিলিস্তিনের দুইশ পরিবারকে সাড়ে উনিশ লাখ টাকার সহায়তা প্রদান করছি। পাশাপাশি আহত ও রোগীদের পাঁচ লাখ টাকার চিকিৎসা সহায়তা, আল আজহারের ফিলিস্তিনি শিক্ষার্থীদের তিন লাখ টাকা, দারিদ্র বিমোচনে আড়াই লাখ টাকার সহায়তা দিচ্ছি। এছাড়াও খান ইউনিসে বিশ লাখ টাকার এবং মিশরের শরণার্থী শিবিরে পাঁচ লাখ টাকার খাবার ও পানি বিতরণ করছি এবং পাঁচ লাখ টাকা ব্যয়ে শীতবস্ত্র বিতরণ করছি আলহামদুলিল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ