মাকসুদ সভাপতি -হারুন সম্পাদক লালমোহন ‘সাংবাদিক ইউনিয়ন’ এর কমিটি গঠন করা হয়েছে।
রিপোর্টার:
/ ২৭৯
পঠিত
আপডেট:
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০
শেয়ার:
লালমোহন প্রতিনিধি:ভোলার লালমোহন উপজেলায় ঐতিহ্যবাহি ‘সাংবাদিক ইউনিয়ন স্থাপিত ২০১০’ এর কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দৈনিক আজকের ভোলা লালমোহন প্রতিনিধি দৈনিক যুগান্তর এর তজুমদ্দিন প্রতিনিধি মোঃ শাহিন আলম মাকসুদকে সভাপতি, দৈনিক সত্য সংবাদ পত্রিকার লালমোহন প্রতিনিধি প্রভাষক হারুনকে সাধারণ সম্পাদক এবং দৈনিক দক্ষিণের কাগজ এর বেল্লাল সিকদারকে সাংগঠনিক সম্পাদক ও দৈনিক পর্যবেক্ষনের মোঃ আরিফকে সহ-সাংগঠনিক করে ২৩ সদস্য, বিশিষ্ট নতুন এ কমিটি গঠন করা হয়। ৯, সেপ্টেম্বর বুধবার সকালে লালমোহন ‘সাংবাদিক ইউনিয়ন’ আয়োজিত সভায় উপস্থিত সংবাদকর্মীদের সম্মতিক্রমে ২৩, সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করেন।কমিটির অন্যরা হলেন, সিনিয়র সহসভাপতি- দৈনিক তারুণ্য বার্তার মিজানুর রহমান লিপু, সিনিয়র সহসভাপতি- দৈনিক স্বাধীন সংবাদ ও ব্যবস্থাপনা সম্পাদক, দৈনিক ক্রাইম বাংলা, নজরুল ইসলাম, সহসভাপতি-দৈনিক আজকের বরিশালের আব্দুর রহমান নোমান, সহসভাপতি- দৈনিক আমাদের বরিশালের ইকবাল হোসেন জুলহাস, যুগ্ম সাধারণ সম্পাদক-জিনিয়াস বাংলা টি,ভির শামিম, যুগ্ম সাধারণ সম্পাদক-দৈনিক মাতৃজগতের আমির হোসেন, দপ্তর সম্পাদক- দৈনিক বাংলাদেশ সমাচারের মোঃ সাইফুল ইসলাম জিহাদ, প্রচার সম্পাদক- দৈনিক রুপালি বার্তা মোঃ আব্দুল্লাহ আল নাঈম , ক্রিড়া সম্পাদক- বরিশাল প্রতিদিন রায়হান, আইন বিষয়ক সম্পাদক- এ্যাডভোকেট মহিউদ্দিন হেলাল, তথ্য ও গবেষণা সম্পাদক- দৈনিক বিশ্বমানচিত্র নাজিম উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক- ভোলা নিউজ এর নারগিস বেগম, সদস্য- দৈনিক নাগরিক এক্সপেস ওমর ফারুক, এই কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন, মিজানুর রহমান, ফয়েজ ফ্যাশন দৈনিক আজকাল লালমোহন প্রতিনিধি, সোহাগ পঞ্চায়েত এস,টিভি লালমোহন প্রতিনিধি, শাহ মোতালেব দৈনিক ভোরের অঙ্গিকার, জসিম মাতাব্বর দৈনিক আমাদের বরিশাল, আওলাত হোসেন নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন বলে জানা যায়।
প্রধান উপদেষ্টা মোঃ নাজমুল হক তালুকদার
উপদেষ্টা: এস এম মনিরুজ্জামান
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান
নির্বাহী সম্পাদক : এম. নজরুল ইসলাম
মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১
সার্বিক যোগাযোগ: ০১৮৬৭-২৪৩৩৯৬
ই-মেইলঃ dailycrimebangla@gmail.com
যোগাযোগঃ ২১৭/এ,নূর মঞ্জিল ফকিরাপুল মতিঝিল, ঢাকা,১০০০