কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়ায় বড়শি দিয়ে মাছ ধরার উৎসবে মেতেছেন মৎস্য শিকারীরা। এমন দৃশ্য সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের পুকুরের চার পাশে। কেউ বড়শিতে বাজা মাছ তিরে উঠাচ্ছেন। কেউ বা আবার মাছ ধরার জন্য বড়শি ফেলছেন। এমনকি পুকুরের পাশে রাতে থাকার জন্য প্যরাসুট কাপড়ের ঘর পেতেছেন অনেকে। মোট কথা মাছ ধরার উৎসব চলছে।
জানা গেছে, কলেজ কতৃপক্ষ দুই দিনব্যপি মাছ ধরার জন্য এর আয়োজন করেন। এতে দেশের বিভিন্ন অঞ্চলের মাছ শিকারীরা অংশগ্রহন করেন। তাদের মাছ ধরা দেখতে ভিড় করেছে উৎসুক মানুষ।
বড়শি দিয়ে মাছ ধরা অবস্থায় মৎস্য শিকারী হারুন জানান, তরা টিকিট কেটে মাছ শিকার করতে এসেছেন। প্রতিটি সিটের মূল্য ধরা হয়েছে ৮৭৫০ টাকা করে। তার মত অনেকেই এসেছেন বড়শি দিয়ে মাছ শিকারে। তাদের ধারনা বড়শিতে পর্যাপ্ত পরিমানে মাছ ধরা পড়বে।
কলেজ কতৃপক্ষের সাথে আলাপ করলে জানা যায় পুকুরের মাছ বিক্রি করার জন্য তারা এরকম আয়োজ করেন।