• মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৭:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুয়াকাটায় কর্মরত সাংবাদিকদের মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংল।। কলাপাড়ায় দুই কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক/দৈনিক ক্রাইম বাংলা।। কলাগাছের ভেলায় ভেসে বানভাসী মানুষের ব্যতিক্রমী সংবাদ সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।। সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।। বোরহানউদ্দিন পৌর বিএনপির উদ্দ্যাগে লিফলেট বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।। দ্বিপক্ষীয় সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা,,, দৈনিক ক্রাইম বাংলা সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বদলগাছীতে মানববন্ধন -বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। ঝালকাঠিতে ব্যবসায়ীর ভবনে অভিযান:মাদকসহ আটক করে ৪ জনকে কারাদণ্ড/দৈনিক ক্রাইম বাংলা।। সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।।

কোরবানিতে দক্ষিন বঙ্গের বাজার কাঁপাতে আসছে বিশালাকৃতির তিনটি ষাঁড়/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ৯১ পঠিত
আপডেট: রবিবার, ১ জুন, ২০২৫
0-0x0-0-0#


কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

কোরবানির ঈদে দক্ষিন বঙ্গের বাজার কাঁপাতে আসছে কালা পাহার, রাঙ্গা দুদু ও রাজা মানিক নামের বিশালাকৃতির তিনটি ষাঁড়। ১৮ মন ওজনের কালা পাহারের মূল্য ১৭ লাখ, ১৭ মন ওজনের রাঙ্গা দুদুথর মূল্য ১৬ লাখ এবং ১৪ মন ওজনের রাজা মানিকের দাম হাঁকানো হয়েছে ১২ লাখ টাকা। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা পৌরসভার তুলাতলিতে কুয়াকাটা ডেইরি ফার্ম নামের খামারে এ ষাঁড় তিনটি রয়েছে। একসাথে তিনটি ষাঁড় কিনলে নিজ খরচে ক্রেতাকে পবিত্র ওমরাহ্ করানোর ঘোষণাও দিয়েছেন তিনি।
খামারের কর্মী শাহিন জানান, কুয়াকাটা ডেইরি ফার্মে ২০ টি দেশি ও ৩০ টি বিদেশি বিভিন্ন জাতের গরু রয়েছে। ফোরেষ্টান ফ্রিজিয়ান জাতের কালা পাহারের বয়স ২ বছর ৬ মাস। শাহিওয়াল জাতের রাঙ্গা দুদুথর বয়স ২ বছর ৭ মাস এবং রাজা মানিকের বয়স ২ বছর ৫ মাস। এছাড়া এ খামারে জার্সি ও অষ্ট্রেলিয়ান জাতের ষাঁড় ও দুধের গরু রয়েছে। দুধের গরু থেকে প্রতিদিন ৬০ কেজির উপরে দুধ পাওয়া যায়। তিনি আরোও জানান, গরুগুলোকে নিয়মিত গোসল করানোসহ প্রতিদিন দুই বেলা খাবার খাওয়ানো হয়। এদের খাবারের তালিকায় রয়েছে সাইলেস, ভূট্টার গুড়া, ক্যাটেল, খইর ও ভূষি।
কুয়াকাটা ডেইরি ফার্মের স্বত্তাধিকারী মুফতি হাবিবুর রহমান মিছবাহ বলেন, কোন ক্রেতা ফার্ম থেকে ষাঁড় তিনটি ক্রয় করতে চাইলে তিনি বিক্রি করবেন। অন্যথায় আরো একবছর খামারে পালন করবেন। কোন ধরনের কৃত্রিম খাবার কিংবা ঔষধ ব্যবহার করা হয়নি। তিনি আরোও বলেন, স্থানীয় বাজারে ক্রেতাদের আকর্ষণ ও উৎসাহ দেয়ার জন্য ষাঁড় তিনটিকে বাজারে উঠানো হবে। বুধবার কালা পাহাড়কে কুয়াকাটা বাজার ও বৃহস্পতিবার রাঙ্গা দুদুকে মহিপুর গরুর বাজারে উঠানো হবে বলে তিনি সাংবাদিকদের জানান।
কলাপাড়া উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মারুফ বিল্লাহ খান বলেন, কুয়াকাটা ডেইরি ফার্মে এবারের কোরবানির জন্য তিনটি ষাঁড় প্রস্তুত করেছে। ষাঁড়গুলোকে তাদের নিজস্ব চাষকৃত সাইলেস ও ভূট্টার গুড়াসহ দানাদার জাতীয় খাবার খাওয়ানো হয়েছে। তিনি আরোও বলেন, তাদের দেখাদেখি অনেকেই এধরনের খামার করতে উদ্ভুদ্ধ হবে। এতে স্থানীয় যুবকদের বেকারত্ব দূর হবে বলে তিনি আশা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ