• মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৭:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুয়াকাটায় কর্মরত সাংবাদিকদের মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংল।। কলাপাড়ায় দুই কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক/দৈনিক ক্রাইম বাংলা।। কলাগাছের ভেলায় ভেসে বানভাসী মানুষের ব্যতিক্রমী সংবাদ সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।। সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।। বোরহানউদ্দিন পৌর বিএনপির উদ্দ্যাগে লিফলেট বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।। দ্বিপক্ষীয় সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা,,, দৈনিক ক্রাইম বাংলা সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বদলগাছীতে মানববন্ধন -বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। ঝালকাঠিতে ব্যবসায়ীর ভবনে অভিযান:মাদকসহ আটক করে ৪ জনকে কারাদণ্ড/দৈনিক ক্রাইম বাংলা।। সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।।

২০২৬ সালে সম্পূর্ণভাবে চালু হতে যাচ্ছে পায়রা বন্দর …… চেয়ারম্যান মাসুদ ইকবাল/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ৫৬ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
0-0x0-0-0#


কলাপাাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

টার্মিনাল সংযোগ সড়ক ও সেতু নির্মাণশেষে পায়রা বন্দরের প্রথম টার্মিনাল পূর্ণাঙ্গরুপে চালু করা হবে। ইতোমধ্যে বন্দরের প্রথম জেটি ও জাহাজ হ্যান্ডলিং এর প্রারম্ভিক সুযোগ সুবিধাদি নির্মাণ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। ২০২৬ সালের জুলাই মাস থেকে সম্পূর্ণভাবে চালু হবে দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রা। সেই লক্ষ নিয়ে কাজ করছে বন্দর কর্তৃপক্ষ। বুধবার সকাল সাড়ে দশটায় টার্মিনাল পরিচালনা ভবনে অংশীজনদের সাথে পায়রা বন্দর এর উন্নয়ন, অগ্রগতি, সম্ভাবনা এবং অপারেশনাল কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভায় এসব কথা বলেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়াল এডমিরল মাসুদ ইকবাল।
তিনি আরো বলেন, পায়রা বন্দরের নিজস্ব টার্মিনালের অপারেশন শুরুর আগেই অনেক সীমাবদ্ধতা থাকা সত্বেও ইতোমধ্যে পায়রা বন্দর ৫২৯ টি বৈদেশিক জাহাজ ও ৩৪২৬ টি দেশীয় লাইটারেজ নিরাপদে হ্যান্ডেল করতে সক্ষম হয়েছে। এ থেকে সরকার প্রায় ২০৭৯ কোটি টাকা রাজস্ব আদায় করেছে। তিনি বলেন, ফরিদপুরের ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণের কাজ খুব দ্রুতই শুরু হবে। পায়রা বন্দরকে কেন্দ্র করে ইতোমধ্যে এখানে শিল্প ক্ষেত্রে বড় বিনিয়োগ হয়েছে এবং আরো বহু বিনিয়োগ অপেক্ষমান রয়েছে। এ প্রসঙ্গে তিনি বন্দর সীমায় অবস্থিত দুটি তাপ বিদ্যুৎ কেন্দ্রসহ বন্দরের উপর নির্ভরশীল অন্যান্য বিদ্যুৎ কেন্দ্র, পটুয়াখালী ইপিজেড, বন্দরের নিজস্ব শিল্পাঞ্চলের কথা তুলে ধরেন। এখানে বিনিয়োগের জন্য একাধিক বিদেশি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে।
পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়াল এডমিরল মাসুদ ইকবাল আরো বলেন, বন্দর পূর্ণাঙ্গভাবে সচল হওয়ার পর বন্দর ও বন্দর-নির্ভর যে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে যাচ্ছে সেটা দক্ষিণাঞ্চলের একটি তুলনামূলক অনগ্রসর জনপদকে সমৃদ্ধ করা তথা দেশের অর্থনীতিতে অভূতপূর্ব অবদান রাখবে। দেশের বৃহত্তর স্বার্থে বন্দরের অগ্রযাত্রায় নিজ নিজ অবস্থান থেকে সহায়তার জন্য তিনি সকলকে আহ্বান জানান।
মতবিনিময় সভায় অংশিজনদের মধ্যে বক্তব্য রাখেন, মোংলা, পায়রা, পানগাঁও এবং ল্যান্ড পোর্টথর পরিচালক সুমন হাওলাদার, ফেডারেশন অব বাংলাদেশ ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টথর সভাপতি মো. মিজানুর রহমান, বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনথর পরিচালক মামুনুর রশিদ ও কলাপাড়া প্রেসক্লাব আহ্বায়ক মো. হুমায়ুন কবিরসহ আরো অনেকে। এসময় বন্দরের কর্মকর্তাগন, বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রতিনিধগন, ব্যবসায়ী নেতৃবৃন্দ, বন্দর ব্যবহারকারী অংশীজনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ