• রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
স্টার ক্লাব ফতেপুরের আয়োজনে নক-আউট অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট–২০২৫ উদ্বোধন/দৈনিক ক্রাইম বাংলা।। প্রধান উপদেষ্টার কার্যালয়ে ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস,,, দুইটি সমঝোতা স্মারক সই বাংলাদেশ ও ভুটানের মধ্যে ,,,,,, সারাদিনে দুই দফা কম্পনে কাঁপল দেশ, সন্ধ্যার ভূমিকম্পের কেন্দ্র ঢাকার বাড্ডায়,,, আগামী নির্বাচনে নতুন ইতিহাস গড়ার প্রত্যাশা: জামায়াত আমির,,, আমতলীতে ক্লাইমেট স্ট্রাইক পালিত,,,, পাকিস্তানেও শক্তিশালী ভূমিকম্প অনুভূত,,,, পল্লবীতে যুবদল নেতা হত্যা মামলার আসামির ডিবি হেফাজতে মৃত্যু,,, মানহানি বা অপমানের অভিযোগে মামলার বিষয়ে নতুন সিদ্ধান্ত: ফয়েজ তৈয়্যব,,,, ভূমিকম্পে হতাহতদের প্রতি তারেক রহমানের গভীর শোক,,,

রোববারেও ‘কমপ্লিট শাটডাউন’ পালন করবেন এনবিআর ঐক্য পরিষদ,,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ৭২ পঠিত
আপডেট: শনিবার, ২৮ জুন, ২০২৫

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীদের শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি আগামীকালও (রোববার) চলবে। শনিবার দুপুর আড়াইটায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি জানিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। তবে আন্তর্জাতিক যাত্রীসেবা এ শাটডাউন কর্মসূচির বাইরে থাকবে।

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের মহাসচিব সেহেলা সিদ্দিকা এ কর্মসূচির ঘোষণা দেন। তিনি সবাইকে কাল সকাল ১০টার মধ্যে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের প্রধান কার্যালয়ের সামনে উপস্থিত হওয়ার আহ্বান জানান।

বিকেলে এক সংবাদ সম্মেলনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকাবদার লিখিত বক্তব্যে বলেন, “এনবিআরের বর্তমান চেয়ারম্যানকে দায়িত্বে রেখে রাজস্ব খাতের সংস্কার সম্ভব নয়। রাজস্ব ব্যবস্থার পূর্ণাঙ্গ, প্রকৃত, টেকসই ও বাস্তবসম্মত সংস্কারের স্বার্থে এনবিআরের চেয়ারম্যান আবদুর রহমান খানকে অপসারণ করতে হবে। আমরা আশা করি সরকার, ব্যবসায়ী সমাজ এ বিষয়ে একমত হবেন। আবদুর রহমান খানকে অপসারণ ব্যতীত ভিন্ন কোনো পথ খোলা নেই। এনবিআরের চেয়ারম্যানের অপসারণসহ অন্যান্য দাবি আদায়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলমান থাকবে। তবে আন্তর্জাতিক যাত্রীসেবা এই কমপ্লিট শাটডাউনের আওতামুক্ত থাকবে। আগামীকালও সারাদেশের ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তর থেকে এনবিআর অভিমুখে ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি পালিত হবে।”

তিনি বলেন, উদ্ভুত পরিস্থিতির নিরসন, জাতীয় রাজস্ব বোর্ডের সংস্কার এবং চেয়ারম্যানের পদত্যাগের যৌক্তিকতা জানাতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ অর্থ উপদেষ্টার সাথে যেকোনো সময় আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে। কিন্তু অর্থ উপদেষ্টার পক্ষ থেকে এ ধরনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

তিনি উদ্ভুত পরিস্থিতিতে এনবিআর সংস্কার বিষয়ে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন।

হাছান মুহম্মদ তারেক রিকাবদার বলেন, গদ ১৯ জুন রাজস্ব অধ্যাদেশ সংশোধনের লক্ষ্যে এনবিআরের ৬ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কিন্তু এ কমিটিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কোনো প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করা হয়নি। এনবিআর চেয়ারম্যান এ সংস্কার ঐক্য পরিষদের বৈধতা ও অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলছেন এবং উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন।

তিনি বলেন, যে অধ্যাদেশের বিরুদ্ধে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলনে নেমেছেন, সেই অধ্যাদেশকে যারা স্বাগত জানিয়েছে তাদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ধরনের কমিটি করার অর্থ হচ্ছে চেয়ারম্যান তার পছন্দের লোকেদের দিয়ে সিদ্ধান্ত প্রভাবিত করতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ