মোঃ আবুল সিকদার কুয়াকাটা প্রতিনিধিঃ কলাপাড়া উপজেলায়, মহিপুর থানার আলীপুরে, হোটেল ফারিয়ানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হোটেল ম্যানেজার মোঃ শাহিন (২০) কে মারধর।
হোটেলে থাকা অবস্থায় ২০/০৯/২০২০ তারিখের পানির মটর দিয়ে ট্যাংকির ওভার লোড হয়ে পানি রাস্তায় পরা নিয়ে হাজী মো: জাফর (৬৫) ও কুদ্দুস খান (৫৫) মারধর করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন প্রাণ নাশের হুমকি দেয়, মিথ্যা মামলা করে দিয়ে জেল খাটানোর ভয়ভীতি প্রদান করে। মারধরের পরে হোটেল ফারিয়ানের ম্যানেজার মোঃ শাহিন কে (২০) স্থানীয়রা উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসঁপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে। উন্নত চিকিৎসার জন্য কলাপাড়া উপজেলা স্বাস্থ কমপ্লেক্স হাসঁপাতালে ভর্তি করেন। এবং এ বিষয় নিয়ে মহিপুর থানায় অভিযোগের সাধারন ডায়রি করেছেন।