কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
হাসপাতালে রোগীদের মাঝে উন্নত মানের খাবার বিতরন করলেন বিএনপি নেতারা। রবিবার দুপরে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ম্যাক্স হাসপাতালে ভর্তি হওয়া পুরুষ, মহিলা, শিশু এবং গর্ভবতী নারীসহ প্রায় শতাধিক রোগীদের এসব খাবার দেয়া হয়েছে। হাসপাতালে বিভিন্ন ইউনিটে ঘুরে ঘুরে রোগীদের আম, জুস, শুকনো খাবার ও চিকিৎসার সার্বিক খোঁজখবর নেয়া হয়।
এ সময় উপজেলা মহিলা দলের সভানেত্রী সালমা আক্তার লিলি, সাধারণ সম্পাদক নার্গিস আক্তার, এান বিষয়ক সম্পাদক মরিয়ম আক্তার, সদস্য মনি বেগম এবং কলাপাড়া পৌর শ্রমিক দলের সাধারন সম্পাদক সোয়েবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
কলাপাড়া উপজেলা মহিলা দলের সভানেত্রী সালমা আক্তার লিলি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের দিক নির্দেশনায় এবং উপজেলা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গাজী সাইফুল ইসলাম মিথুনের সহযোগিতায় রোগীদের মাঝে উন্নত মানের খাবার বিতরন করা হয়েছে। তিনি আরো বলেন, হাসপাতালে অনেক অসহায় রোগী আছে যারা ভালো খাবার কিনে খেতে পারেনা। এসব মানুষের কথা চিন্তা করে আমরা সাধারণ রোগীদের মাঝে পুষ্টিকর খাবার বিতরন করেছি। আমাদের এ কার্যক্রম ধারাবাহিক ভাবে চলবে।
কলাপাড়া উপজেলা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গাজী সাইফুল ইসলাম মিথুন বলেন, বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের দিক নির্দেশনায় আমরা এ উদ্দোগ নিয়েছি। মানুষের পাশে মানুষ, মানবতার পাশে বিএনপি। ইসলামে অসুস্থদের খোঁজখবর নেওয়া এবং উপহার দেওয়া অত্যন্ত ফজিলতপূর্ণ কাজ। এই উদ্যোগ প্রমাণ করে বিএনপি শুধুই একটি রাজনৈতিক দল নয় এটি একটি মানবতার সংগঠন ও একটি হৃদয়বান পরিবার।