আবুল বাশার, ভোলা।
ভোলা জেলা পুলিশের কল্যান সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ১০.০০ ঘটিকায় পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক মহোদয়ের সভাপতিত্বে এবং জনাব রিপন চন্দ্র সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এর সঞ্চালনায় পুলিশ লাইন্স ড্রিলশেডে ভোলা জেলা পুলিশের জুন/২০২৫ এর কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত কল্যাণ সভায় ভার্চুয়ালী যোগদান করেন প্রধান অতিথি বরিশাল রেঞ্জের ডিআইজি জনাব মোঃ মঞ্জুর মোর্শেদ আলম মহোদয়। এসময় প্রধান অতিথি সকল পদমর্যাদার অফিসার-ফোর্সদের সমস্যার কথা শোনেন এবং সেগুলো সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিকনির্দেশনা প্রদান করেন।
কল্যাণ সভায় ভোলা জেলা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে আগত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ তাদের সমস্যা ও প্রস্তাব কল্যাণ সভায় উপস্থাপন করেন। পুলিশ সুপার মহোদয় তাদের বক্তব্য ও আবেদন ধৈর্য সহকারে শ্রবণ করেন এবং বেশ কয়েকটি সমস্যার তাৎক্ষণিক সমাধান করেন। সভাপতি মহোদয় সাহসিকতা, সততা , নিষ্ঠা এবং পেশাদারিত্ব বজায় রেখে নিজ নিজ দায়িত্ব পালনের জন্য সকল পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।
উক্ত কল্যাণ সভায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার ও শ্রেষ্ঠ মোটরযান জরিমানাকারী অফিসারদের পারফরম্যান্স বিবেচনায় সনদ এবং পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার, ভোলা মহোদয় ।
এসময় উপস্থিত ছিলেন জনাব মোঃ সোহান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ মেহেদী হাসান, সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল), জনাব অরিত সরকার, সহকারী পুলিশ সুপার (তজুমদ্দিন সার্কেল), অফিসার ইনচার্জ, ভোলা জেলার সকল থানা, ট্রাফিক ইনচার্জ, কোর্ট ইন্সপেক্টর, আরআই পুলিশ লাইন্স, আরও-১, রিজার্ভ অফিস, সিভিল স্টাফ সহ জেলা পুলিশ ভোলার বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।