
নিজস্ব প্রতিবেদক ঃ কলাপাড়া উপজেলায় গাজী খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিকার চেয়ে পজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক এর বরাবরে একটি লিখিত অভিযোগ দাখিল করেন। বাংলাদেশ হিউম্যান রাইটস্ এন্ড প্রেস সোসাইটি। কলাপাড়া উপজেলার ৫ নং নীলগঞ্জ ইউনিয়ন ৭ নং ওয়ার্ড গাজীর খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি গত ১৪/১০/২০২০ইং তারিখে জাতীয় দৈনিক “বর্তমান কথা” ও”জাতীয় দৈনিক স্বাধীন সংবাদ “পত্রিকাদ্বয়ে প্রকাশিত হলে, বাংলাদেশ হিউম্যান রাইটস এন্ড প্রেস সোসাইটি, কলাপাড়া উপজেলা শাখার দৃষ্টিগোচর হয়।
বিষয়টি অনুসন্ধানে সত্যতা প্রমাণ পাওয়া যায়। মানবাধিকার ও সংবাদকর্মীরা খেয়া পরিচালনাকারী পক্ষের নিকট জানতে চাইলে তারা অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো উপযুক্ত কারণ জানাতে ও প্রমাণ দেখাতে পারেননি। বরং তাদের সাথে অসৌজন্য মূলক আচরণ করেন। উল্লেখিত ঘটনাটি এলাকাবাসীর যথেষ্ট ক্ষতি ও ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।
সাধারণ মানুষের কল্যাণার্থে বিষয়টি উপজেলা নির্বাহি অফিসার এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেবেন বলে আশ্বস্ত করেন। বাংলাদেশ হিউম্যান রাইটস্ এন্ড প্রেস সোসাইটির কলাপাড়া উপজেলা শাখার সদস্য বৃন্দকে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যান্ড প্রেস সোসাইটি কলাপাড়া উপজেলা শাখার সভাপতি জনাব মোঃ জুয়েল হুসাইন ও সিনিয়র সহ-সভাপতি মোঃ আল আমিন আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ শাহাবুদ্দিন ও প্রচার সম্পাদক মোঃ জাফর ইকবাল সহ উপজেলা শাখার অন্যান্য সদস্য বৃন্দ।