কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়ায় কেঁচো সার উৎপাদন বিষয়ক এক দিনের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে ২০ জন প্রান্তিক নারী পুরুষ কৃষক অংশগ্রহন করেন। মঙ্গলবার সকালে উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এনশিয়র প্রোটেকশন এন্ড জাষ্টিজ থ্রো ইন্টাগ্রেটেড এ্যাপ্রোচ ইপজিয়া প্রকল্পের উদ্যোগে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ এর আয়োজন করে। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা (ডিএই) মো.নাহিদ হাসান, প্রকল্পের প্রোগ্রাম অফিসার সীমা ভেরোনিকা সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকল্পের প্রোগ্রাম অফিসার সীমা ভেরোনিকা জানান, পারিবারিক পর্যায়ে কেঁচো সার উৎপাদন করা ও অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার লক্ষ্যে ২০ জন প্রান্তিক কৃষককে প্রশিক্ষনের ব্যবস্থা করা হয়েছে। আশাকরি এ প্রশিক্ষন তাদের উপকারে আসবে।