কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। “জেল, জুলুম, অত্যাচার ও নির্যাতনের বিরুদ্ধে আইনী সহায়তার মানবাধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ মানবাধিকার কমিশন কলাপাড়া উপজেলা শাখা ও পৌর শাখার কমিটি পূর্নগঠন সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট আবুল হোসেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তারেক আমান সুমন। এছাড়া কলাপাড়া পৌর শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাংবাদিক মো. নাসির উদ্দীন।
বাংলাদেশ মানবাধিকার কমিশনের কলাপাড়া পৌর শাখার তত্ত¡াবধানে বৃহস্পতিবার শেষ বিকেলে উপজেলা প্রশাসন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের কলাপাড়া উপজেলা শাখার সভাপতি এ্যাডভোকেট আবুল হোসেন’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমিশনের পটুয়াখালী জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি এ্যাড. মোঃ আফজাল হোসেন তালুকদার স্বপন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মোল্লা নাসির উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা মোঃ মোকছেদুল আলম, কলাপাড়া উপজেলা শাখার নির্বাহী সভাপতি এ্যাডভোকেট আবুল বাশার। কলাপাড়া কৃষক দলের সভাপতি আবদুস সালাম তালুকদার এবং সমাজকর্মী ও স্থপতি ইয়াকুব খান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, সংগঠনের উপজেলা সাধারণ সম্পাদক, মোঃ তারেক আমান সুমন এবং কলাপাড়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো.মাসুম বিল্লাহ।