দৈনিক ক্রাইম বাংলা ডেক্স : সম্পত্তি দখল করতে না পেরে ধর্ষণের চেষ্টা চালানো হয়েছে। আমাদের বাঁচান আমরা বাঁচতে চাই। ওরা আমাদের ঘর বাড়ী দখল করে নিয়েছে। যা বাকী আছে তাও দখলের চেষ্টা করছে। গতকাল (বৃহস্পতিবার ৫ নভেম্বর) শহীদ আবদুর বর সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ লিখিত অভিযোগ করেছেন বটতলা গোড়াচাঁদ দাস সড়কের অধিবাসী সাগুফতা ফাতেমা। তিনি বলেন, আমার পিতা শেখ শাহ আলম সাবু দুইটি বিবাহ করেন।
প্রথম পক্ষের স্ত্রী ঘরে অভিযুক্তকারী সাবিব্বর আলী শেখ আমার বড় সৎ ভাই। তিনি মাদকাসক্ত, সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত এবং বিভিন্ন মামলার আসামীও আদালত পোড়া মামলার ৮নং আসামী। ২য় স্ত্রীর ঘরে ২ বোন ১ ভাই। মা বাবা বোনদের নিয়ে দীর্ঘ ৪০ বছর যাবৎ বটতলা গোড়াচাঁদ সড়কের নিজ বাসায় বসবাস করে আসছি। তাদের বাবা শেখ শাহ আলম সাবু ২০১৯ সনের ১৩ এপ্রিল মৃত্যুবরণ করেন।
তাদের বাবা মৃত্যুবরন করার পর আমাদের পিত্রালয় বটতলার বাসা থেকে উচ্ছেদ করার জন্য মেতে ওঠেছে সৎ সাব্বির। ২০২০ সনের ১০ জুন মাদক সেবন করে সাব্বির, সুমন প্যাদা, পিংকু আমাদের পৈত্রিক বাসায় ঢুকে আমাদের কে বাসা থেকে উৎখাত করার চেষ্টা করে এবং বিভিন্ন ধরনের হুমকি দেয়। এ ব্যাপারে ফাতেমার মা বাবলী আলম কোতয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন।
এমনকি ২০২০ সনের ১৭ আগস্ট পুনরায় আমাদের বাড়ীতে হামলা চালায়। ২০২০ সনের ১৭ আগস্ট পুনরায় আমাদের বাড়ীতে হামলা চালায়। ২০২০ সনের ২৮ অক্টোবর আরেকটি সাধারণ ডায়েরী করে কোতয়ালী থানায় যার নম্বর ১৫৪৮ তারিখ ২৮ অক্টোবর ২০২০।
আদালতে ভাগ বণ্টনে মামলা থাকা সত্ত্বেও উক্ত অভিযুক্ত আইনের তোয়াক্কা না করে ২০২০ সনের ৪ নভেম্বর সকাল ১১ টায় আমাদের বাসায় ঢুকে আমাদেরকে বেদম মারধর করেন। বাসায় আসবাবপত্র ভাংচুর করেন।বাসার জিনিসপত্র ভেঙে রাস্তায় ফেলে দেন। একই সঙ্গে ব্যাপক ক্ষতি সাধন করেন। ফাতেমা জানিয়েছেন, তার শরীরের বিভিন্ন স্থানে বাব্বির ও সুমন প্যাদা ব্যাপক আঘাত করেন এবং সুমন প্যাদা তাকে ধর্ষণের চেষ্টা করেন। কান্না জড়িত কণ্ঠে তিনি এদের বিচারের দাবী জানান।