কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। বিশ্ব শিক্ষক দিবসে কলাপাড়ায় শিক্ষকদের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তার মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসিস) এর উপজেলা নেতৃবৃন্দের সাথে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো.কাউসার হামিদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, কলাপাড়া মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মুসুল্লিয়াবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.ফকরুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন, উপদেষ্টা ও হাজিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজালাল মুন্সি, সংগঠনের সিনিয়র সহ সভাপতি আল এমরান হারুন, সহ-সভাপতি মাহাবুব উল্লাহ লিটন, মোহাম্মদ সাইদুর রহমান, মোঃ জসিম উদ্দিন, মোঃ ইব্রাহিম,বানী কান্ত শিকদার, সাধারণ সম্পাদক খন্দকার মাইনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন, মোহাম্মদ নুরুল হক, শরীফুল হক শাহীন, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল বাশার সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.কাউসার হামিদ বলেন, উপজেলার শিক্ষার মান উন্নয়নে সব ধরনের সহায়তা প্রদান করা হবে। বিশ্ব শিক্ষক দিবসে সকল শিক্ষকদের অভিনন্দন জানিয়েছেন তিনি।