মোঃ শাহাবুদ্দিন স্টাফ রিপোর্টারঃ কলাপাড়া উপজেলার মহিপুরের, নিজামপুর কোস্টগার্ড স্টেশন ও কলাপাড়া উপজেলা সিনিয়ার মৎস্য অফিসারসহ যৌথ অভিযান চালিয়ে, কুয়াকাটার কাওয়ারচর নামক স্থান থেকে ও ফাতরার বন এরিয়া থেকে পাঁচটি বেনতি জাল ও ৩০,০০০ মিটার কারেন্ট জাল উদ্ধার করেন, নিজামপুর কোস্টগার্ড স্টেশন। মোঃ অলিউল্লাহ কন্টিজেন্ট কমান্ডার ও কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ জহিরুন নবী পরবর্তীতে সকল জাল পুড়িয়ে ফেলা হয়েছে । কন্টিজেন্ট কমান্ডার বলেন আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।