নিউজ ডেস্কঃআজ ১৩ নভেম্বর ২০২০,শুক্রবার বিকাল চারটায় রাজধানীর মধ্যবাড্ডায় বিকল্প ধারার কেন্দ্রীয় কার্যালয়ে বিকল্প যুবধারার ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।সংগঠনের কেন্দ্রীয় সভাপতি উপাধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী মোঃ মোস্তফা সারোয়ারের সঞ্চালনায় আলোচনা সভা,দু’আ মাহফিল ও কেক কাটার মধ্য দিয়ে দিবসটি পালিত হলো।প্রধান অতিথি হিসেবে ভারচ্যুয়াল বক্তৃতায় বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডাঃ একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেন-“যুব সমাজই ভবিষ্যৎ বাংলাদেশ।মাদক ও সন্ত্রাস থেকে দূরে থেকে নিজেদেরকে দেশ পরিচালনার যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে।তিনি আরো বলেন- কভিড-19 এর এই বৈশ্বিক মহামারিকালে মানুষের জীবন বাঁচানোটাই হচ্ছে সবচেয়ে বড় রাজনীতি।তাই নিজে স্বাস্থ্যবিধি মানতে হবে বলে তিনি জানান এবং অন্যদেরকেও মানতে অনুপ্রাণিত করতে হবে।”
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিকল্পধারা বাংলাদেশের সহ-সভাপতি জনাব মহসীন চৌধুরী,ওবায়দুর রহমান মৃধা,ভূদেব চক্রবর্তী,অতিথি ছিলেন জাতীয় যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক
এস এম সামছুল আলম নিক্সন, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক মোঃ মুজাহিদুল ইসলাম,আরো বক্তব্য রাখেন বিকল্প শ্রমজীবিধারার সাধারণ সম্পাদক আরিফুল হক সুমন,বিকল্প স্বেচ্ছাসেবকধারার সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন বাবু,বিকল্প চলচ্চিত্রধারার সভাপতি মোঃ হানিফ মাহমুদ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,বিকল্পধারার কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম বুলু,সহ-অর্থ সম্পাদক ফজলুর রহমান লস্কর,বিকল্প যুবধারার কেন্দ্রীয় সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব,দপ্তর ও যুগ্ম-সাধারণ সম্পাদক নূর হোসেন সুমন,সাংগঠনিক সম্পাদক মাযহারুল ইসলাম শিহাব,যুগ্ম-সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ প্রমূখ।
সকালে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি উপাধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান বাচ্চু ও সাধারণ সম্পাদক হাজী মোস্তফা সারোয়ার।