• শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ধানের শীষে ভোটেই জনগণের ভাগ্য বদলাবে: মৌলভীবাজারে তারেক রহমান,, কলাপাড়ায় সাংবাদিকদের সাথে ১০ দলীয় জোট প্রার্থীর মতবিনিময় সভা/দৈনিক ক্রাইম বাংলা।। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের নতুন প্রভোস্ট ড. জনি আলম,, মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ে নবাগত শিক্ষার্থীদের বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত,, ভোলা-২ আসনে হাফিজ ইব্রাহিমের গনজোয়ার/দৈনিক ক্রাইম বাংলা।। উপকূলীয় পরিবেশ রক্ষায় কুয়াকাটায় মানববন্ধন অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। ৪৯নওগাঁ-৪(মান্দা)আসনে সমবায় দলের নির্বাচনী প্রচারণা কমিটি গঠণ/দৈনিক ক্রাইম বাংলা।। নির্বাচন আর মাত্র তিন সপ্তাহ: আইনশৃঙ্খলা ও নিরাপত্তা প্রস্তুতি চূড়ান্ত করতে প্রধান উপদেষ্টার উচ্চপর্যায়ের বৈঠক প্রতীক বরাদ্দ সম্পন্ন, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে জাতীয় নির্বাচনের প্রচারণা কালিগঞ্জের মিনাজকাটিতে শওকত আলীর কবর জিয়ারত করলেন মুহাদ্দিস রবিউল বাশার,,,

প্রতীক বরাদ্দ সম্পন্ন, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে জাতীয় নির্বাচনের প্রচারণা

রিপোর্টার: / ৩১ পঠিত
আপডেট: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

প্রতীক বরাদ্দ সম্পন্ন, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে জাতীয় নির্বাচনের প্রচারণা
ঢাকা, ২১ জানুয়ারি ২০২৬:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের ২৯৮টি নির্বাচনী এলাকায় প্রতিদ্বন্দ্বী ১ হাজার ৯৭৩ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দের কাজ সম্পন্ন হয়েছে। এর ফলে আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা।
বুধবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত সংশ্লিষ্ট আসনের রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দের কার্যক্রম সম্পন্ন করেন। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রতীক বরাদ্দের পর রিটার্নিং কর্মকর্তারা সংশ্লিষ্ট আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সংখ্যা উল্লেখ করে নির্বাচন কমিশনে ফরম-৫ পাঠাবেন। এই তথ্যের ভিত্তিতে ব্যালট পেপার ছাপানোর কার্যক্রম শুরু হবে, যা বৃহস্পতিবার থেকেই শুরু হতে পারে।
ইসি কর্মকর্তারা জানান, প্রতীক বরাদ্দ শেষ হওয়ায় ২২ জানুয়ারি থেকে প্রার্থীরা নির্বাচনী প্রচার-প্রচারণা চালাতে পারবেন। তবে নির্বাচন কমিশনের রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ অনুযায়ী, ভোটগ্রহণের তারিখের তিন সপ্তাহের আগে কোনো প্রচারণা শুরু করা যাবে না এবং ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে সব ধরনের প্রচারণা বন্ধ করতে হবে।
ইসি সূত্রে জানা গেছে, ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৩০০ আসনে মোট ২ হাজার ৫৮০টি মনোনয়নপত্র জমা পড়েছিল। এর মধ্যে প্রাথমিক যাচাইয়ে ১ হাজার ৮৫৫টি বৈধ ঘোষণা করা হয় এবং ৭২৫টি বাতিল হয়। বাতিল হওয়া মনোনয়নপত্রের বিরুদ্ধে ৬৪৫ জন আপিল করেন, যার মধ্যে ৪৩৭ জন প্রার্থী আপিলে প্রার্থিতা ফিরে পান। এছাড়া নির্ধারিত সময়ে সারাদেশে মোট ৩০৫ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেন।
চূড়ান্ত হিসাবে পাবনা-১ ও পাবনা-২ আসন বাদে ২৯৮টি আসনে দলীয় ও স্বতন্ত্র মিলিয়ে ১ হাজার ৯৭৩ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট গ্রহণ সম্পন্ন হবে।
উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ২৯ ডিসেম্বর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ