দিনাজপুরে চিকিৎসকদের কর্মশালায়
দেশ থেকে ফিস্টুলা নিমর্ূলের অঙ্গীকা
মোঃ নূর ইসলাম নয়ন, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরে চিকিৎসকদের কর্মশালায় দেশ
থেকে ফিস্টুলা নির্মূলের অঙ্গীকার করা হয়েছে। গতকাল দিনাজপুর পর্যটন কেন্দ্র
মিলনায়তনে দিনাজপুর পার্বতীপুরের ল্যাম্ব হাসপাতাল ও ঢাকার মামস ইন্সটিটিউট এর
যৌথ উদ্দ্যোগে ও উইমেন’স হোপ ইন্টারন্যাশনালের সহযোগিতায় সেফ সার্জারি
বিষয়ক এক কর্মশালায় এ অঙ্গীকার করেন চিকিৎসকবৃন্দ। ফিস্টুলাকে নির্মূল করতে
আয়োজিত কর্মশালাটিতে দিনাজপুরসহ ৩টি জেলার সিভিল সার্জনসহ বিশেষজ্ঞ
অর্ধশতাধিক চিকিৎসক অংশগ্রহণ করেন। রংপুর স্বাস্থ্য বিভাগের পরিচালক ডাঃ মোঃ
আহাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালে বক্তব্য রাখেন মামস ইন্সটিটিউট এর
বিশিষ্ট গাইনোকলজিষ্ট প্রফেসর ডাঃ সায়েবা আক্তার। কর্মশালায় আরো বক্তব্য রাখেন,
দিনাজপুর সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ, ঠাকুরগাঁও সিভিল সার্জন ডাঃ
মোঃ মাহফুজার রহমান সরকার, পঞ্চগড় সিভিল সার্জন ডাঃ মোঃ ফজলুর রহমান,
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ নাদিরুল আজিজ,
ল্যাম্ব হাসপাতালের নির্বাহী পরিচালক খায়েল ডেভিড স্কট, ডেপুটি মেডিকেল
ডিরেক্টর ডাঃ বেয়াট্রিস আম্বুয়েন বার্জার, দিনাজপুর জেলা বিএমএ সভাপতি
বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডাঃ মোঃ আব্দুল ওয়ারেসসহ অন্যান্য চিকিৎসকবৃন্দ। এছাড়াও
উপস্থিত ছিলেন, ল্যাম্ব হাসপাতালের প্রকল্প ব্যাবস্থাপক শৈলাস চন্দ্র বাস্কে, প্রোগ্রাম
ডিরেক্টর লিটন বালা, টেকনিক্যাল অফিসার মোঃ ইছারব প্রমূখ। উল্লেখ্য, বিলম্বিত বা
বাধাগ্রস্থ প্রসব, অল্প বয়সে বিয়ে ও বাচ্চা প্রসব, অদক্ষ দাই দ্বারা বাড়িতে প্রসবের
কারণে দেশে প্রতি বছর প্রায় ২ হাজার নারীর ফিস্টুলা রোগ হয়ে থাকে। এই রোগ
নিমর্ূল করতে ল্যাম্ব হাসপাতাল দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। তাদের ধারাবাহিক
কর্মসূচীর অংশ হিসেবে এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
You cannot copy content of this page