মনিরুল ইসলাম :পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিশপুর থানার ডালবুগঞ্জে ষাট বছরের বৃদ্ধের বিরুদ্ধে একই গ্রামের
স্বামী পরিত্যাক্তা এক নারীর শ্লীলতা হানির অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাস্থলে গিয়ে যানা যায় ডালবুগঞ্জ ইউনিয়নের সুরডুগি গ্রামের স্বামী
পরিত্যাক্তা নারীকে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের কু প্রস্তাব এবং বিভিন্ন মাধ্যমে বিবাহের প্রস্তাব দিয়ে আসছিলো একই গ্রামের ষাটোর্ধ্ব বৃদ্ধ সিদ্দিক মৃদ্ধা।
গত ১৩ তারিখ রাত আনুমানিক ২ টার দিতে ঐ নারীর ঘড়ের টিনের বেড়া ভেঙ্গে ঘড়ে ঢুকে
তাকে একা পেয়ে ধর্ষণ চেষ্টা চালায় ঐ বৃদ্ধ একপর্যায়ে ঐ নারীর ডাক চিৎকার দিলে ঘড়ে থাকা গরু বিক্রি করা ১ লক্ষ ২০ হাজার টাকা নিয়ে পালিয়ে
যায় বৃদ্ধ সিদ্দিক মৃদ্ধা । এব্যাপারে স্থানিয় ইদ্রিস খান বলেন আমার কাছে ছিদ্দিক মৃধা এই নারিকে বিবাহ করবে বলে জানান।এবিষয় নজরুল বয়াতি জানান এই লোকটা চরিত্রহিন গ্রামের সকলের জানা ।পরবর্তীতে ১৪ এপ্রিল ঐ নারী মহিপুর থানায় বিষয়টি অবগত করলে ঘটনাস্থল পরিদর্শন করেন মহিপুর থানার এস আই সাইদুর রহমান।এ ব্যাপারে অভিযুক্ত সিদ্দিক মৃধা অভিযোগ অস্বীকার করে বলেন এগুলো তার
বিরুদ্ধে ষড়যন্ত্র,তিনি ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র
প্রার্থী “ঘোড়া “মার্কার সমর্থন করার কারনে স্থানীয় কিছু জনপ্রতিনিধি
তার বিরুদ্ধে এই ধরনের ষড়যন্ত্র করছে।
এ বিষয়ে মহিপুর থানার আফিসার ইনচার্জ মো:মনিরুজ্জামান বলেন বিষয়টি আমরা
খতিয়ে দেখছি সত্বতা পেলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে বলে তিনি জানান ।
You cannot copy content of this page