মোঃ নূর ইসলাম নয়ন, দিনাজপুর \ করোনা কালীন সময়ে জনসাধারনকে কোন প্রকার
দুশ্চিন্তা না করার আহবান জানিয়েছেন দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী
। সংকটকালীন যেকোন পরিস্থিতিতে সরকারি সহযোগিতা অব্যাহত থাকবে বলেন জানান
তিনি ।এসময় করোনা পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলার নিদের্শনা
প্রদান করেন জেলা প্রশাসক । সকালে দিনাজপুর সদর উপজেলার বিভিন্নকরোনা
আক্রান্তরোগীদের পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার পুষ্টিকর খাদ্য ও ঔষধ পৌঁছে দেয়ার
সময় এ কথা বলেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী । এসময় উপস্থিত ছিলেন জেলা
পুলিশ সুপার আনোয়ার হোসেন,সিভিল সার্জন ড.আব্দুল কুদ্দুস,উপজেলা নির্বাহী
অফিসার মাগফুরুল হাসান আব্বাসী সহ আরো অনেকে ।
You cannot copy content of this page