একদিন পরই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে ভারতীয় ফুটবলাররা। আফগানিস্তানের সঙ্গে দুর্দান্ত খেলে ১-১ ব্যবধানে ড্র করে টগবগে আত্মবিশ্বাসে ফুটছে বাংলাদেশের ফুটবলাররা।
অন্যদিকে ভারতীয়রাও আশায় আছে, বাংলাদেশের বিপক্ষে পূর্ণ পয়েন্ট নেয়ার।
এমন পরিস্থিতিতে ভারতের জন্য দুঃসংবাদ। তাদের নিয়মিত একাদশের মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা করোনাভাইরাসে আক্রান্ত। কাতারের রাজধানী দোহায় ভারতের টিম হোটেলে অনিরুদ্ধকে আপাতত ভিন্ন একটি রুমে আইসোলেশনে রাখা হয়েছে।
আজ (শনিবার) নয়, অনিরুদ্ধ থাপা কোভিড-১৯ পজিটিভ হয়েছেন গত বুধবার। বৃহস্পতিবার বিশ্বকাপ এবং এশিয়া কাপ বাছাই পর্বে ভারত খেলতে নেমেছিল স্বাগতিক কাতারের বিপক্ষে। ওই ম্যাচে ভারত ১-০ গোলে হেরে গিয়েছিল।
অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের জেনারেল সেক্রেটারি কুশল দাস পিটিআইকে বলেন, ‘হ্যাঁ, অনিরুদ্ধ থাপা পজিটিভ হিসেবে প্রমাণিত হয়েছেন। এরপরই তাকে আইসোলেশনে রাখা হয়েছে।’
আইএসএলে চেন্নাইন এফসির হয়ে খেলেন ২৩ বছর বয়সী অনিরুদ্ধ। আগামী কয়েক দিনে আরও টেস্ট করা হবে তার। ভারতের হয়ে মোট ২০টিরও বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি।
বিশ্বকাপ বাছাই পর্ব থেকে এরই মধ্যে ছিটকে পড়েছে ভারত। এখন ম্যাচগুলো শুধুই এশিয়া কাপ বাছাইয়ের জন্য গুরুত্বপূর্ণ তাদের সামনে। ‘ই’ গ্রুপে ৬ ম্যাচে তিন পয়েন্ট রয়েছে ভারতের।