• মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাউফলে সেই চিরকুট লিখে আত্মহত্যার ঘটনায় বাবার মামলা, গ্রেফতার-১/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় সপ্তম শ্রেনীর শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু/দৈনিক ক্রাইম বাংলা।। বৃহত্তর বগুড়া সমিতি ঢাকা’র উদ্যোগে জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গনে ইফতার মাহফিল অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা শাখার নবগঠিত কমিটি ঘোষণা/দৈনিক ক্রাইম বাংলা।। ইভটিজারকে জুতা পেটা শেষে মাথা ন্যাড়া করে দিলেন বিক্ষুব্ধ জনতা/দৈনিক ক্রাইম বাংলা।। ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল/দৈনিক ক্রাইম বাংলা।। তরমুজবোঝাই ট্রলারে ডাকাতের হামলা, গণপিটুনিতে ডাকাত নিহত/দৈনিক ক্রাইম বাংলা।। আমি আমার নিজের ইচ্ছায় কিছুই করিনি। আমাকে বাধ্য করা হয়েছে’- চিরকুট লিখে আত্মহত্যা/দৈনিক ক্রাইম বাংলা।। আছিয়ার ধর্ষণকারী সহ সকল ধর্ষকদের দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে–হিট ফাউন্ডেশন/দৈনিক ক্রাইম বাংলা।। আমরা যথেষ্ট ভাগ্যবান, কারণ আমাদের সমুদ্র আছে: প্রধান উপদেষ্টা,,,,,,,দৈনিক ক্রাইম বাংলা


রাজস্থলী সড়কে গাড়ি ও মোটর সাইকেল সংর্ঘষে নিহত ১।দৈনিক ক্রাইম বাংলা!

রিপোর্টার: / ১৭৭ পঠিত
আপডেট: শুক্রবার, ১৮ জুন, ২০২১


দৈনিক ক্রাইম বাংলা“     রাজস্থলী-চন্দ্রঘোনা সড়কের বাঙ্গালহালিয়া শফিপুর এলাকায় সড়ক দূর্ঘটনায় ১ স্কুল শিক্ষার্থী নিহত এবং ২ জন আহত হয়েছে। শুক্রবার (১৮ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এই সড়ক  দূর্ঘটনা ঘটে।
নিহত ওপ্রুইচিং মারমা (১৮) বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের মংবাচিং মারমার মেয়ে। সে চিৎমরম উচ্চবিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্রী বলে জানান স্কুলের প্রধান শিক্ষক ক্যসুইপ্রু মারমা। আহত মাওয়াচিং মারমা কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের হরিনছড়া এলাকার বাসিন্দা। সে বাঙ্গালহালিয়া কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী। এই ঘটনায় মোটরসাইকেল চালক কাঞ্চন তনচংগ্যা গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শী মোঃ ইসমাইল, ইকবাল হোসেন জানান, মোটরসাইকেল (চট্ট-মেট্রো হ-১১-৫৪০৪) যোগে ৩ জন রাজস্থলি থেকে বাঙ্গালহালিয়া বাজারের দিকে আসার পথে শফিপুর গ্রামের কুদুমছড়া আবাসিক এলাকায় পিছন দিক থেকে আসা একটি চাঁদের গাড়ী   মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যান। এ সময় তারা ৩ জন রাস্তায় চিটকে পড়ে মোটরসাইকেল চালকসহ ৩ জন গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত আহতদেরকে উদ্ধার করে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান মিশন হাসপাতালে নিয়ে আনলে কর্তব্যরত চিকিৎসক ওপ্রুইচিং মারমা (১৮)কে মৃত ঘোষণা করেন। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ বিলিয়ম এ সাংমা জানান, নিহত স্কুল শিক্ষার্থী হাসপাতালের আনার আগে মারা যান। তিনি জানান, আহত ২ জনের অবস্থা বর্তমানে আশংকামুক্ত তারা বর্তমানে খ্রীস্টিয়ান মিশন হাসপাতালে ভর্তি আছে। আহত  মওইচিংথুই মারমা জানান, তারা ২ জন চিৎমরম বৌদ্ধ বিহার আশ্রমে থেকে পড়াশুনা করে আসছেন।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ৯টার দিকে রাজস্থলী-চন্দ্রঘোনা সড়কের বাঙ্গালহালিয়া শফিপুর এলাকায় এই সড়ক দূর্ঘটনাটি ঘটে। এতে ১ স্কুল শিক্ষার্থী নিহত এবং ২ জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া প্রস্তুতি চলছে। চাঁদের গাড়িটি খুঁজতে তল্লাশি চালানো হচ্ছে। ঘটনায় নিহতের লাশ ময়না তদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ


You cannot copy content of this page

You cannot copy content of this page