দৈনিক ক্রাইম বাংলা!রাজশাহীর গোদাগাড়ীতে বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার অপরাধে কিশোর গ্যাং এর ৫ জন গ্রেফতার করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে সুলতানগঞ্চ উচ্চবিদ্যালয় মাঠ হতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃরা হলো, গোদাগাড়ী পৌর এগোদাগাড়ীতে কিশোর গ্যাং এর ৫ জন গ্রেফতার
গোলাকার লালবাগ হেলিপ্যাড গ্রামের মোফাজ্জলের ছেলে কলেজ ছাত্র সুমন ৯২০), শ্রীমন্তপুর গ্রামের সাজ্জাদ আলীর ছেলে কাঠমিন্ত্রী সানাউল্লাহ, ভগবন্তপুর হাটপাড়া গ্রামের নাজমুল ইসলামের ছেলে ) মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অফিস সহকারী আমিনুল ইসলাম আমিন (৩০, সারাংপুর গ্রামের বাবলুর ছেলে রানা আহমেদ (১৭) এবং এক এলাকার আফতাব আলীর ছেলে তসিব (১৭)।
গ্রেফতারের বিষয়টি গোদাগাড়ী মডেল থানার ওসি মো: কামরুল ইসলাম নিশ্চিত করে বলেন, পুলিশের কাছে তথ্য ছিলো দীর্ঘদিন হতে গ্রেফতারকৃতদের একটি সংঘবদ্ধ চক্র ছিনতাই, ইভটিজিং সহনানান অপরাধে যুক্তথেকে অপরাধ সংঘটিত করে আসছিলো। এলাকায় খোঁজ খবর নিয়ে পুলিশ জানতে পারে তারা এই ধরনের অপরাধের সাথে যুক্ত। তাই এই অপরাধের প্রতিরোধ মূলক ব্যবস্থা গ্রাহনের জন্য তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তা জানান ওসি।