নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার জাতীয় পার্টির সাবেক সভাপতি ও খাজা ট্রেডার্সের মালিক আবুল খায়ের বি.এর বসুরহাট পৌরসভা টিএনটি রোড সংলগ্ন খাজা মঞ্জিলে দুর্বৃত্তরা হামলা ও ভাংচুর করেছে।
জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভা সংলগ্ন উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও খাজা ট্রেডার্সের মালিক আবদুল খায়ের বি.এর বাসায় ১০-১২জনের একদল দুর্বৃত্ত হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। দুর্বৃত্তরা বাসার গেইটের তালা ভাঙতে না ফেরে বাহির থেকে বৃষ্টিরমত ইট, পাটকেল নিক্ষেপ করে ঘরের কাচের জানালাসহ মূল্যবান জিনিসপত্র ভেঙ্গে পেলে। এ সময় বাসায় উপস্থিত ছিলেন, মিসেস খায়ের ও কাজের বুয়া। খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
খাজা আবুল খায়েরের ছেলে ব্যারিষ্টার তানবির আহমেদ রুবেল ঢাকা থেকে মুঠো ফোনে জানান, এ হামলার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আশা করি, প্রশাসন তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন।
এ ব্যাপারে খাজা ট্রেডার্সের ম্যানেজার আরমান হোসেন বাদী হয়ে শুক্রবার বিকেলে কোম্পানীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
You cannot copy content of this page