ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সোয়াগাজী ইউটার্নে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুন) রাত পৌনে ৩টায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছন ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান।
নিহতরা হলেন, ঢাকার সিটির খিলগাঁও তালতলা এলাকার মিরাজ হোসেন (১৮), রামপুরা এলাকার বেলাল হোসেন (৩৫) এবং লক্ষ্মীপুর জেলার হামন্দী এলাকা ফখরুল আলম দুলাল (৫২)। বেলাল প্রাইভেটকার চালক।
স্থানীয়রা জানান, ঢাকামুখী শ্যামলী পরিবহনের একটি বাস ইউটার্ন নেওয়ার সময় এ ঘটনা ঘটে।
You cannot copy content of this page