নিজস্ব সংবাদদাতা ।।ভোলার তজুমদ্দিন উপজেলার চাচঁড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার পদে ১ ভোটের ব্যবধানে জিতেছেন মোঃ আব্বাস। ২১ জুন ২০২১ ইং চাচঁড়া ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হয়। চাচঁড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডে মোট ভোটার ৭৫০ জন। ভোট প্রদান করে ৫৬৫জন ভোটার। তার মধ্যে ১৭টি ভোট বাতিল হয়। এই ওয়ার্ডে মেম্বার প্রার্থী ছিল ৪ জন। তার মধ্যে মোঃ আব্বাস তালা প্রতীকে ভোট পায় ২৪৯টি। মোঃ আলমগীর টিউবওয়েল প্রতীকে ভোট পায় ৩৭টি। মোঃ গিয়াস উদ্দিন মোরগ প্রতীকে ভোট পায় ২৪৮ টি। হাদিস ফুটবল প্রতীকে ভোট পায় ১৪টি। ফলে মোঃ আব্বাস তালা প্রতীকে ১ ভোটের ব্যবধানে জয়ী হয়।
মাত্র ১ ভোটের ব্যবধানে জয়ী হয়ে মোঃ আব্বাস বলেন, প্রথমে শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তায়ালার কাছে। সাথে সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি চাচঁড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ভোটার ভাই বোনদের প্রতি। জয় তো জয়েই। হোক সে ১ ভোট আর লক্ষ ভোট। আমি জয় হয়েছি তাই এই ৮নং ওয়ার্ডের সকল ভোটারের আমি মেম্বার। আমি চেষ্টা করব এই এলাকার সকলকে সাথে নিয়ে কাজ করার। সাথে সাথে আমার ওয়ার্ডে আমাদের মাননীয় এমপি আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এর নৌকা প্রতীকের একটি ঘাটি হিসাবে রুপান্তরিত করতে।