• সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বানারিপাড়ায় ভূমিদস্যু আ’লীগ নেতার হয়রানির শিকার সেনা পরিবার/দৈনিক ক্রাইম বাংলা।। বোরহানউদ্দিনে ৩ শহীদের পরিবারের কাছে কেন্দ্রীয় শ্রমিক দল নেতৃবৃন্দ/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় ষাটোর্ধ্ব অসহায় বিধবা নারীর সংবাদ সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় সাংবাদিকদের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশথর মতবিনিময় সভা/দৈনিক ক্রাইম বাংলা।। মান্দায় পুর্ব শত্রুতার জেরধরে বাড়িঘরে হামলা, ভাংচুর,মালামাল লুট ও গাছ পালা কর্তন/দৈনিক ক্রাইম বাংলা।। জানুয়ারির তাপমাত্রা বিস্ময়কর রকমের গরম: ইইউ মনিটর,,,, দৈনিক ক্রাইম বাংলা বিচার বিভাগ সংশ্লিষ্ট সংবিধান সংশোধনীর প্রস্তাব সংস্কার কমিশনের,,,,,দৈনিক ক্রাইম বাংলা বদলগাছীর কোলা ইউনিয়নে বিএনপি’র সৌহার্দ্য ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় যুগান্তরের রজতজয়ন্তী উৎসব পালিত/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় প্রথম বিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্ট’র উদ্বোধন/দৈনিক ক্রাইম বাংলা।।


চোটে বিপর্যস্ত ফ্রান্স ।দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২৯০ পঠিত
আপডেট: শনিবার, ২৬ জুন, ২০২১


পর্তুগালের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ থেকে চোট পিছু নিয়েছে ফ্রান্সের। দুই লেফট-ব্যাক লুকা এরনঁদেজ ও লুকাস দিনিয়ে আগে থেকেই শেষ ষোলোর ম্যাচে অনিশ্চিত। কোচ দিদিয়ে দেশমের কপালে চিন্তার ভাঁজ বাড়িয়ে চোটের তালিকায় নাম লিখিয়েছেন মিডফিল্ডার তুমা লুমা ও ফরোয়ার্ড মার্কাস থুরাম। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী সোমবার বাংলাদেশ সময় রাত একটায় সুইজারল্যান্ডের মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। এই ম্যাচে চোটাক্রান্ত ওই চার জনেরই মাটে নামা নিয়ে সংশয় আছে। গত বুধবার ইউরোর শিরোপাধারী পর্তুগালের বিপক্ষে ২-২ ড্র ম্যাচে হাঁটুতে চোট পাওয়ায় বিরতির পর আর মাঠ নামেননি এরনঁদেজ। তার বদলি দিনিয়েও কিছুক্ষণ পর হ্যামস্ট্রিং চোট পেয়ে মাঠ ছাড়েন। দিনিয়ের বদলি মিফফিল্ডার আদ্রিওঁ রাবিও খেলেন লেফট-ব্যাক হিসেবে। ২০২০-২১ ক্লাব মৌসুমের শেষ দিকে গোড়ালির চোটে পড়া ইউভেন্তুসের এই খেলোয়াড়ও শতভাগ সুস্থ নন। আর বৃহস্পতিবার অনুশীলনের সময় পায়ে আঘাত পান লুমা। একই দিনের অনুশীলনে ঊরুতে চোট পেয়ে মেডিকেল স্টাফদের সহায়তায় মাঠ ছাড়েন থুরাম। চোটক্রান্ত খেলোয়াড়দের লম্বা তালিকায় শুরুতে নাম লেখান ফরোয়ার্ড উসমান দেম্বেলে। টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন তিনি। চোট-আঘাতে জর্জরিত হলেও সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে ফেভারিট হিসেবেই শুরু করবে ফ্রান্স। রক্ষণ কিছুটা দুর্বল হয়ে গেলেও ফরোয়ার্ডরা কোচ দেশমকে দিচ্ছেন স্বস্তির নিঃশ্বাস। বিশেষ করে পাঁচ বছর পর জাতীয় দলে ফেরা রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমা। পর্তুগালের বিপক্ষে দুই বার জালের দেখাপেয়েছেন তিনি। এখনও গোলের দেখা না পেলেও প্রতিপক্ষের আক্রমণভাগে নিজের সরব উপস্থিতি জানান দিচ্ছেন কিলিয়ান এমবাপে। তারকা মিডফিল্ডার পল পগবাও পর্তুগালের বিপক্ষে ছিলেন সপ্রভিত। আর দেশমের মতে ‘বিশ্বের অন্যতম সেরা ফুটবলার’ অঁতোয়ান গ্রিজমান আক্রমণের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন রক্ষণেও। সুইসদের বিপক্ষে ম্যাচের আগে ইতিহাসও ফ্রান্সের পক্ষে। প্রতিযোগিতামূলক ফুটবলে দলটির বিপক্ষে কখনও হারেনি তারা। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে দুইবারের দেখায় ফ্রান্সের জয় একটি, অন্যটি ড্র। ১৯৫৪ বিশ্বকাপের পর থেকে মেজর টুর্নামেন্টে কোয়ার্টার-ফাইনালে ওঠেনি সুইজারল্যান্ড। এবার ‘এফ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে উঠেছে ফ্রান্স। অন্যদিকে, ছয় গ্রুপের তৃতীয় হওয়া দলগুলোর সেরা চারটির একটি হয়ে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছে সুইসরা। কোয়ার্টার-ফাইনালে এই ম্যাচের জয়ী দল মুখোমুখি হবে স্পেন ও ক্রোয়েশিয়ার মধ্যকার ম্যাচের বিজয়ীর বিপক্ষে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ


You cannot copy content of this page

You cannot copy content of this page